ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

গ্রেনেড হামলা : ২৫ আসামির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩০, ১৪ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গ্রেনেড হামলা : ২৫ আসামির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন

নিজস্ব প্রতিবেদক : ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন অব্যাহত রয়েছে।

রাজধানীর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিনের আদালতে এ মামলার বিচার চলছে। এ মামলায় এখন পর্যন্ত ২৫ আসামির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে।

বুধবার ছিল এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের ৫৫তম দিন। এদিন আসামি আবদুল মালেক ওরফে গোলাম মোহাম্মদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন তার আইনজীবী মোহাম্মদ আলী ও আবদুর রশীদ মোল্লা। এরপর আসামি সেলিম হাওলাদারের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন তার আইনজীবী সাইফুল ইসলাম সবুজ। তবে এদিন তা শেষ হয়নি। আগামী ১৮, ২১ ও ২২ মার্চ পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত।

গত ১ জানুয়ারি এ মামলায় সব আসামির সর্বোচ্চ সাজা দাবি করে যুক্তিতর্ক পেশ শেষ করে রাষ্ট্রপক্ষ।

প্রসঙ্গত, ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভায় গ্রেনেড হামলায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদিকা ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জনের মৃত্যু হয়। গ্রেনেডের স্প্লিন্টারের আঘাতে আহত হন কয়েক শত মানুষ। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিন অল্পের জন্য বেঁচে যান।



রাইজিংবিডি/ঢাকা/১৪ মার্চ ২০১৮/মামুন খান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়