ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

শিশু-কিশোরদের নয়নমণি শেখ রাসেল

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৭, ১৪ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শিশু-কিশোরদের নয়নমণি শেখ রাসেল

নিজস্ব প্রতিবেদক : কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, ‘শহীদ শেখ রাসেল আজও বাংলার শিশু, কিশোর, তরুণদের ভালবাসার নয়নমণি।’

বুধবার রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদের এনএসসি টাওয়ার অডিটোরিয়ামে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর খুব প্রিয় ব্যক্তি ছিলেন দার্শনিক বার্ট্রান্ড রাসেল। তার নামেই নিজের সবচেয়ে ছোট সন্তানের নাম রাখেন রাসেল। শেখ রাসেল তার কোমল অনুভূতি দিয়ে ভালোবেসেছিল এদেশকে, তেমনি ঘৃণা করতে শিখেছিল পাকিস্তানিদের।’

তিনি বলেন, ‘শেখ রাসেল আজ বাংলাদেশের শিশু-কিশোর, তরুণ, শুভবুদ্ধিবোধসম্পন্ন মানুষদের কাছে ভালোবাসার নাম। অবহেলিত, পশ্চাৎপদ, অধিকার বঞ্চিত শিশুদের আলোকিত জীবন গড়ার প্রতীক হয়ে গ্রাম-গঞ্জ-শহর তথা বাংলাদেশের বিস্তীর্ণ জনপদ-লোকালয়ে শেখ রাসেল এক মানবিক সত্ত্বায় পরিণত হয়েছে।’

সংগঠনের মহাসচিব মাহমুদ উস সামাদ চৌধুরী এমপির সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক কে এম শহিদ উল্লাহ, প্রচার সম্পাদক রাশেদুল হক প্রমুখ বক্তব্য রাখেন।



রাইজিংবিডি/ঢাকা/১৩ মার্চ ২০১৮/আসাদ/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়