ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

প্রাক্তন ছাত্র নেতা আসলাম উদ্দিন আর নেই

শাহরিয়ার সিফাত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৯, ১৭ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রাক্তন ছাত্র নেতা আসলাম উদ্দিন আর নেই

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : ৮০’-র দশকের তুখোড় ছাত্র নেতা, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সহ-সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রাক্তন সভাপতি মো. আসলাম উদ্দিন আর নেই।

শনিবার সকালে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ গ্রামের নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি দির্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন।

আসলাম উদ্দিনের প্রথমে কাঁধের টিউমার অপসারণ করার সময় ডারমাটোফিব্রোসারকোমা প্রোটিউবেরেন্স ধরা পড়ে। পরবর্তীতে এ রোগের চিকিৎসা চলার সময় তাঁর ফুসফুসে ধরা পড়ে মেটাস্ট্যাটিক ম্যালিগন্যান্ট ফাইব্রাস হিস্টিওসাইটোমা নামের মারাত্মক ক্যান্সার জীবাণু। তিনি ঢাকায় জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটে অধ্যাপক ডা. ইয়াকুব হোসেনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।

ব্যক্তি জীবনে চিরকুমার এ রাজনৈতিক নেতা ১৯৮০-এর দশকে এরশাদ সরকারের বিরুদ্ধে আন্দোলনে সাহসী ভূমিকা রাখেন। তিনি নাগরপুরে ভিপি আসলাম নামে পরিচিত ছিলেন।  তার মৃত্যুতে বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি নাগরপুর উপজেলা শাখা গভীর শোক প্রকাশ করেছে।

 


রাইজিংবিডি/১৭ মার্চ ২০১৮/শাহরিয়ার সিফাত/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়