ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

ইউএস-বাংলা : প্রিয়ক ও প্রিয়ন্ময়ীর লাশ গ্রামের বাড়িতে

হাসমত আলী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৫, ১৯ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইউএস-বাংলা : প্রিয়ক ও প্রিয়ন্ময়ীর লাশ গ্রামের বাড়িতে

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : নেপালের ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলা বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত এফ এইচ প্রিয়ক ওরফে ফারুক হোসেন ও তার শিশুকন্যা প্রিয়ন্ময়ী তামাররার লাশ তাদের গ্রামের বাড়িতে পৌঁছেছে।

সোমবার রাত ৮টার দিকে একটি অ্যাম্বুলেন্সে করে গাজীপুরের শ্রীপুর উপজেলার নগর হাওলা গ্রামে পৌঁছালে স্বজন ও এলাকাবাসী প্রিয়কদের বাড়িতে ভিড় জমায়। এ সময় অনেকে কান্নায় ভেঙে পড়েন।

নিহত প্রিয়কের ফুফাতো ভাই সাংবাদিক তাজুল ইসলাম সানি জানান, আগামীকাল মঙ্গলবার সকাল ৯টায় স্থানীয় আবদুল আউয়াল কলেজ মাঠে ও সকাল ১১টায় মাদবরবাড়ি মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে প্রিয়কের বাসার সামনে তাদের দাফন করা হবে।

উল্লেখ্য, গত ১২ মার্চ নেপালে বিমান বিধ্বস্তে এফ এইচ প্রিয়ক ও তার শিশুকন্যা প্রিয়ন্ময়ী তামাররা নিহত হয়। একই ঘটনায় আহত হয় প্রিয়কের স্ত্রী আলমুন নাহার এ্যানি, প্রিয়কের মামাতো ভাই মেহেদী হাসান মাসুম ও মাসুমের স্ত্রী কামরুন নাহার স্বর্ণা।



রাইজিংবিডি/গাজীপুর/১৯ মার্চ ২০১৮/হাসমত আলী/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়