ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

শ্রীপুরে প্রিয়ক ও প্রিয়ন্ময়ীর দাফন সম্পন্ন

হাসমত আলী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৫, ২০ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শ্রীপুরে প্রিয়ক ও প্রিয়ন্ময়ীর দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : নেপালের ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলা বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত এফ এইচ প্রিয়ক ওরফে ফারুক হোসেন ও তার শিশুকন্যা প্রিয়ন্ময়ী তার্মারার দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার শ্রীপুরে দুটি জানাজা শেষে নিহত প্রিয়কের বাসার সামনে তাদের লাশ দাফন করা হয়।

স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে স্থানীয় আব্দুল আউয়াল বিশ্ববিদ্যালয় কলেজের শহীদ মিনারের পাদদেশে তাদের লাশের কফিন রাখা হয়। শ্রীপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহানা আকতার ও উপজেলা সহকারী কর্মকর্তা (ভূমি) মো. সোহেল রানা কফিনে ফুলেল শ্রদ্ধা জানান। পাশাপাশি নিহত প্রিয়কের সহপাঠী, বন্ধুসহ সর্বস্তরের মানুষ ফুলেল শ্রদ্ধা জানান। পরে ৯টার দিকে আব্দুল আউয়াল বিশ্ববিদ্যালয় কলেজের মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর ১১টার দিকে স্থানীয় মাদবরবাড়ি মাঠে নামাজে শেষে প্রিয়কের নগরহাওলা গ্রামের বাড়ির পাশে তাদের পাশাপাশি সমাহিত করা হয়।



রাইজিংবিডি/গাজীপুর/২০ মার্চ ২০১৮/হাসমত আলী/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়