ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

তাসকিনের অতৃপ্তি

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৪, ৭ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তাসকিনের অতৃপ্তি

ক্রীড়া প্রতিবেদক : ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ৯ ম্যাচ খেলেছেন তাসকিন আহমেদ। উইকেট পেয়েছেন ১৬টি। এই উইকেট নিয়ে তিনি অবশ্য সেরা দশ উইকেট শিকারীদের তালিকায় ঠাঁই পাননি। তার চাওয়া ছিল ৯ ম্যাচে ২০ থেকে ২২ উইকেট নেওয়ার। সেটা নিতে না পারায় অতৃপ্ত এই পেসার। তার উপর ইকোনোমি রেট নিয়েও চিন্তিত তিনি।

আজ শনিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে তিনি জানান, ‘অতৃপ্তি তো অবশ্যই আছে। কারণ, ৯ ম্যাচে হয়তো ১৬ উইকেট পেয়েছি। কিন্তু এটা যদি ২০-২২  হতো, ইকোনোমিটা ভাল হতো, তাহলে নিজের ভাল লাগাটা থাকতো। আসলে চেষ্টা তো করেছিলামই। দুর্ভাগ্যবশত হয়নি। আশা করি সামনের দিনগুলো ভাল যাবে, এটাই আমার আশা। হার্ড ওয়ার্ক করব, কিছু ছোট খাট ইনজুরি ছিল ওইগুলো ঠিক করে ফেললেই স্কিল নিয়ে কাজ করলে সামনে আবার ভাল কিছু হবে ইনশাআল্লাহ।

ইকোনমি রেট নিয়ে তিনি বলেন, ‘এটাই সত্য যে শেষ এক বছর ইকোনোমি রেটের হাইয়ার পারফরম্যান্সটার কন্সিসটেন্সিটা কমে গেছে। এটা আসলে দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে শুরু হয়েছে। আমার মনে হয় আমার আরেকটু ফিট হতে হবে। আর স্কিল নিয়ে কাজ করতে হবে। যেহেতু একটা সময় প্রমাণ করেছিলাম ভাল খেলা সম্ভব এটা আবার সামনে হবে। আসলে সব মিলিয়ে একটু ব্যাড প্যাচ যাচ্ছে সব দিকে। যেটা চাচ্ছি মনের মতো হচ্ছে না। আশা করি ভাল হয়ে যাবে।’

ইকোনোমির সমস্যা নিয়ে বোলিং কোচদের সঙ্গে আলোচনা করেছেন কিনা? জানতে চাইলে তাসকিন জানান, ‘না, ইকোনোমিটা তো আসলে অ্যাকুরিসিটা আরেকটু ভাল করা। ভেরিয়েশনটা আরেকটু বাড়ানো। আমি এমন না প্র্যাকটিস করছি না বা চেষ্টা করছি না। সবই তো করছি। কপালটা এমনই যাচ্ছে ভাল বলও এজ হয়ে চার হয়ে যাচ্ছে। আসলে আমি মনে করি এটা শুধুই সময়ের ব্যাপার।’



রাইজিংবিডি/ঢাকা/৭ এপ্রিল ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়