ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নকলে বাধা দেওয়ায় শিক্ষক লাঞ্ছিত

মুহাম্মদ নূরুজ্জামান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৫, ৭ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নকলে বাধা দেওয়ায় শিক্ষক লাঞ্ছিত

নিজস্ব প্রতিবেদক, খুলনা : খুলনার কয়রা উপজেলায় এইচএসসি পরীক্ষায় নকলে বাধা দেওয়ায় পরীক্ষার্থীরা সংঘবদ্ধ হয়ে এক কক্ষ পরিদর্শককে লাঞ্ছিত করেছে।

শনিবার দুপুরে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা শেষ হওয়ার পর উপজেলার তকিম উদ্দীন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে কয়রা সরকারি মহিলা কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক অরুন মল্লিককে মারধর করা হয়। ঘটনার পর কেন্দ্র সচিবের কক্ষে সকল শিক্ষক আলোচনায় বসেন।

হল সুপার মো. হাবিবুর রহমান জানিয়েছেন, শিক্ষক অরুন মল্লিক ওই কেন্দ্রের ৬ নম্বর কক্ষে পরিদর্শকের দায়িত্ব পালন করেন। পরীক্ষা চলাকালীন কয়েকজন ছাত্র অসদুপায় অবলম্বন করায় তাদের বাধা দেন তিনি। এতে ক্ষিপ্ত হয়ে তারা পরীক্ষা শেষে দলবদ্ধ হয়ে ওই শিক্ষকের উপর হামলা চালায়। পরে অন্য শিক্ষকরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।

লাঞ্ছিত শিক্ষক অরুন মল্লিক বলেন, যথাযথভাবে দায়িত্ব পালন করায় ছাত্ররা ক্ষিপ্ত হয়ে তার উপর হামলা চালিয়েছে। ঘটনাটি কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিক্ষক লাঞ্ছিত হওয়ায় ঘটনা দুঃখজনক। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।



রাইজিংবিডি/খুলনা/০৭ এপ্রিল ২০১৮/মুহাম্মদ নূরুজ্জামান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়