ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বার্সেলোনাকেও গার্ড অব অনার দিবে না রিয়াল!

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৩, ৭ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বার্সেলোনাকেও গার্ড অব অনার দিবে না রিয়াল!

ক্রীড়া ডেস্ক : গেল বছরের ১৬ ডিসেম্বরে ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতে রিয়াল মাদ্রিদ। ২৪ ডিসেম্বর বছরের প্রথম এল ক্লাসিকোতে মুখোমুখি হয় বার্সা-রিয়াল। নিয়মানুযায়ী ফিফা ক্লাব বিশ্বকাপ জেতায় রিয়াল মাদ্রিদকে গার্ড অব অনার দেওয়ার কথা ছিল বার্সেলোনার। কিন্তু তারা সেটা দেয়নি।

এদিকে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সার লা লিগার শিরোপা জেতাটা সময়ের ব্যাপার মাত্র। চলতি মাসেই শিরোপা জয় নিশ্চিত হয়ে যাবে কাতালানদের। সেক্ষেত্রে নিয়মানুযায়ী ৬ মে এল ক্লাসিকোতে বার্সাকে গার্ড অব অনার দিতে হবে রিয়াল মাদ্রিদকে। কিন্তু রিয়ালের কোচ জিনেদিন জিদান জানিয়েছেন বার্সেলোনাকে গার্ড অব অনার দিবে না রিয়াল। এই অনার না দেওয়ার সংস্কৃতি বার্সেলোনাই চালু করেছে।

মাদ্রিদ ডার্বিকে সামনে রেখে সংবাদ সম্মেলনে সাংবাদিকরা জিদানকে এই বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘আমি আসলে জানি না আর কতবার আপনারা আমাকে এই বিষয়ে প্রশ্ন করবেন। তবে আমার উত্তর বরাবরই পরিস্কার। আমরা বার্সেলোনাকে গার্ড অব অনার দিব না। এটা আমার সিদ্ধান্ত এবং এটাই চূড়ান্ত। বার্সেলোনাই এই ঐতিহ্য ভেঙেছে। নিয়মের ব্যত্যয় করেছে।’




রাইজিংবিডি/ঢাকা/৭ এপ্রিল ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়