ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ঘুষ গ্রহণকালে রংপুরের প্রাথমিক শিক্ষা উপপরিচালক গ্রেপ্তার

নজরুল মৃধা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫১, ১০ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঘুষ গ্রহণকালে রংপুরের প্রাথমিক শিক্ষা উপপরিচালক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রংপুর : ঘুষ গ্রহণের সময় দুদকের হাতে ধরা পড়েছে রংপুর বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসের উপ-পরিচালক সিরাজুল ইসলাম।

দুদক সূত্রে জানা গেছে, প্রাথমিক শিক্ষা অফিসের উপ-পরিচালক সিরাজুল ইসলাম এক শিক্ষিকাকে বদলি করে দেওয়ার জন্য আগাম ২০ হাজার টাকা গ্রহণ করেন। এর পরেও সিরাজুল ইসলাম তার কাজ না করে তাকে ঘোরাতে থাকেন এবং আরো ৬০ হাজার টাকা দাবি করেন। সোমবার বিকেলে সিরাজুল ইসলামের কথামত উক্ত শিক্ষিকা ৬০ হাজার টাকা দিতে গেলে ঘুষের টাকাসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করে দুদক।

রংপুর দুদকের উপ পরিচালক মোজাহার আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে ঢাকা ও রংপুর দুদকের সমন্বিত প্রচেষ্টায়। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 



রাইজিংবিডি/রংপুর/১০ এপ্রিল ২০১৮/নজরুল মৃধা/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়