ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ঢাকা বিভাগের নতুন কমিশনার আলী আজম

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৪, ১১ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঢাকা বিভাগের নতুন কমিশনার আলী আজম

সচিবালয় প্রতিবেদক : ঢাকা বিভাগের নতুন কমিশনার হয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক কে এম আলী আজম।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ থেকে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এছাড়া আলাদা চারটি প্রজ্ঞাপনে ১১ অতিরিক্ত সচিবের দপ্তর বদল করা হয়েছে।

একটি প্রজ্ঞাপনে তথ্য কমিশনের সচিব পরিতোষ চন্দ্র দাসকে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে সংযুক্ত আমিনুল ইসলাম খানকে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব, জননিরাপত্তা বিভাগে সংযুক্ত এ এস এম ইমদাদুদ দস্তগীরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের পরিচালক এ কে এম মনোয়ার হোসেন আকন্দকে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।

অন্য একটি প্রজ্ঞাপনে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক শামসুল আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা, ঢাকার ক্লিন এয়ার অ্যান্ড সাসটেইনবল এনভায়রনমেন্ট প্রজেক্টের প্রকল্প পরিচালক ড. এস এম মঞ্জুরুল হান্নান খানকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম ফাতিমা ইয়াসমিনকে অর্থ বিভাগের ইনস্টিটিউট অব পাবলিক ফিন্যান্সের মহাপরিচালক হিসেবে বদলি করা হয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/১১ এপ্রিল ২০১৮/হাসান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়