ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মাদক ব্যবসা ছেড়ে দিলেন জামাল

বাদল সাহা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৮, ১৪ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাদক ব্যবসা ছেড়ে দিলেন জামাল

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন জামাল সরদার।

মাদক ব্যবসা করতে গিয়ে জামাল সরদার (৩৫) বহুবার পুলিশের হাতে আটক হয়েছে। এতে তিনি পরিবার-পরিজন নিয়ে নিঃস্ব হয়ে পড়েন। এখন তিনি  মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন।

স্বাভাবিক জীবনে ফিরে আসায় উপার্জন করার জন্য ব্যাটারিচালিত ভ্যানের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। জামাল সরদার কোটালীপাড়া উপজেলার চৌরখুলী গ্রামের আশ্রাব আলী সরদারের ছেলে।

ছয় বছর আগে জামাল সরদার গাঁজা বিক্রি শুরু করেন। তিনি ১২ বার পুলিশের হাতে আটক হন। তার বিরুদ্ধে ১২টি মামলা দায়ের করেছে পুলিশ। ১০টি মামলা থেকে অব্যাহতি পেলেও আদালতে দুটি মামলা বিচারাধীন। কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ফারুকের কাছে তিনি স্বাভাবিক জীবনে ফেরার ইচ্ছা প্রকাশ করেন।

ওসি কামরুল ফারুক কোটালীপাড়ার বিশিষ্ট ব্যবসায়ী ও সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের সভাপতি রেজাউল করিম বিশ্বাসের সহায়তায় তাকে ব্যাটারিচালিত ভ্যানের ব্যবস্থা করে দেন।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ফারুক বলেন, মাদক সেবন ও ব্যবসা ছেড়ে কেউ স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাইলে তারা সামাজিক দায়বদ্ধতা থেকে সহযোগিতা করে বিকল্প আয়ের ব্যবস্থা করে দেবেন।



রাইজিংবিডি/গোপালগঞ্জ/১৪ এপ্রিল ২০১৮/বাদল সাহা/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়