ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

এবাদত-মোশাররফে গুড়িয়ে গেল প্রাইম ব্যাংক

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৪, ১৭ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এবাদত-মোশাররফে গুড়িয়ে গেল প্রাইম ব্যাংক

পেসার এবাদত হোসেন। বল হাতে নিয়েছেন ৪ উইকেট || (ছবি: মিলটন আহমেদ)

ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) নিজেদের দাপট ধরে রেখেছে ওয়ালটন সেন্ট্রাল জোন।

চতুর্থ রাউন্ডে দুর্দান্ত পারফর্ম করা দলটি পঞ্চম রাউন্ডেও নিজেদের দারুণভাবে মেলে ধরেছে। রাজশাহীতে টস জিতে আগে ফিল্ডিং নিয়ে প্রাইম ব্যাংককে ১৯১ রানে অলআউট করেছে ওয়ালটন। তাতেই বোলিং বোনাস পয়েন্ট পেয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

ওয়ালটনের দুই নায়ক পেসার এবাদত হোসেন ও স্পিনার মোশাররফ হোসেন রুবেল। এবাদত শেষ রাউন্ডের প্রথম ইনিংসেও নিয়েছিলেন ৪ উইকেট। আজও পেয়েছেন ৪ উইকেট। আর স্পিনার মোশাররাফ হোসেনের পকেটেও ঢুকেছে ৪ উইকেট। এছাড়া প্রথমবারের মতো প্রথম শ্রেণির ক্রিকেট খেলতে নামা পেসার সালাউদ্দিন শাকিল পেয়েছেন ২ উইকেট।

সব মিলিয়ে দলগত দারুণ পারফরম্যান্সে প্রাইম ব্যাংককে চারদিনের ম্যাচে শুরুতেই পিছনে ফেলেছে ওয়ালটন।
 


এবাদত ১২ ওভারে ৩২ রানে পেয়েছেন ৪ উইকেট। ক্যারিয়ার সেরা বোলিং হলেও প্রথম পাঁচ উইকেটের জন্য আরেকটু অপেক্ষা করতে হচ্ছে ২৪ বছর বয়সি এ পেসারকে। অভিজ্ঞ স্পিনার মোশাররফ হোসেন রুবেল ৫৭ রানে ৪ উইকেট পেয়েছেন। প্রাইম ব্যাংকের সবথেকে বড় তারকা ও ইনফর্ম ব্যাটসম্যান তুষার ইমরানকে আউট করেছেন মোশাররফ। অভিষিক্ত সালাউদ্দিন শাকিল আউট করেছেন ইমরুল কায়েস ও নাঈম হাসানকে। 

প্রাইম ব্যাংকের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন ওপেনার ফজলে মাহমুদ।

দিনের খেলা শেষ হতে এখন ৪০ ওভার বাকি। শেষ সেশনে ওয়ালটনের ব্যাটসম্যানরা দাপট দেখাতে পারলে পুরো দিনটিই হবে তাদের।




রাইজিংবিডি/ঢাকা/১৭ এপ্রিল ২০১৮/ইয়াসিন/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়