ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

নির্বাচনে সেনা মোতায়েন চান হাসান

হাসমত আলী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৮, ২৩ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নির্বাচনে সেনা মোতায়েন চান হাসান

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের সাত দিন আগে থেকে নির্বাচনী এলাকায় টহলসহ প্রতিটি ভোট কেন্দ্রে সেনা সদস্য মোতায়েনসহ ১০ দফা জানিয়েছেন বিএনপি তথা ২০ দলীয় ঐক্যজোটের মেয়র প্রার্থী মো. হাসান উদ্দিন সরকার।

আজ সোমবার দুপুরে তার বাসভবন চত্বরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই সব দাবির কথা উল্লেখ করেন।

মতবিনিময় সভায় হাসান উদ্দিন সরকারের উত্থাপিত অন্যতম অন্য দাবিগুলো হলো- সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার লক্ষ্যে সন্ত্রাস দমন; অবৈধ অস্ত্র উদ্ধার ও তালিকাভুক্ত চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার; আইনশৃঙ্খলা বাহিনী বিএনপি তথা ২০ দলীয় ঐক্যজোটের নেতা-কর্মী ও সমর্থকদের অহেতুক মিথ্যা মামলা দিয়ে যেন হয়রানি না করা; নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি ইত্যাদি।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, সাধারণ সম্পাদক সায়েদুল আলম বাবুল, নির্বাহী কমিটির সদস্য ড. মাজহারুল হক, শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি সালাউদ্দিন সরকার, বিএনপি নেতা মো. সোহরাব উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। 



রাইজিংবিডি/গাজীপুর/২৩ এপ্রিল ২০১৮/হাসমত আলী/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়