ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কবি বেলাল চৌধুরীর মৃত্যুতে স্পিকারের শোক

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৫, ২৪ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কবি বেলাল চৌধুরীর মৃত্যুতে স্পিকারের শোক

নিজস্ব প্রতিবেদক : দেশবরেণ্য কবি বেলাল চৌধুরীর মৃত্যুতে  স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।

মঙ্গলবার এক শোক বার্তায় স্পিকার বলেন, কবি বেলাল চৌধুরীর মৃত্যুতে দেশ একজন জনপ্রিয় কবিকে হারাল। তার মৃত্যু সাহিত্যাঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি।

স্পিকার মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে, কবি বেলাল চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া ও চিফ হুইপ আ স ম ফিরোজ।

প্রসঙ্গত, রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে বেলাল চৌধুরী চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বেলা ১২টা পর মারা যান। তার বয়স হয়েছিল ৭৯ বছর।

ষাট দশকের অন্যতম শক্তিশালী কবি, প্রাবন্ধিক, অনুবাদক ও সাংবাদিক কবি বেলাল চৌধুরী। তিনি ঢাকাস্থ ভারতীয় দূতাবাস থেকে প্রকাশিত ভারত বিচিত্রার সম্পাদক হিসেবে পনের বছর দায়িত্ব পালন করেছেন। এছাড়া সাপ্তাহিক সন্দ্বীপ সম্পাদনা করেন। তিনি বেশ কয়েক বছর ভারতের কলকাতায় অবস্থানকালে কবি সুনীল গঙ্গোপাধ্যায় সম্পাদিত সাহিত্য পত্রিকা কৃত্তিবাস পত্রিকায় কর্মরত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/২৪ এপ্রিল ২০১৮/আসাদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়