ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

২০১৬ সালের প্রশ্নপত্রে ২০১৮ সালের পরীক্ষা!

শাহরিয়ার সিফাত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১২, ২৬ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
২০১৬ সালের প্রশ্নপত্রে ২০১৮ সালের পরীক্ষা!

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : টাঙ্গাইলে এইচএসসি’র হিসাব বিজ্ঞান ২য় পত্রের পরীক্ষা নেওয়া হয়েছে ২০১৬ সালের বহুনির্বাচনী প্রশ্নপত্রে।

এই পরীক্ষাটি ছিল বুধবার। প্রায় ২০মিনিট পরীক্ষা চলার পর বিষয়টি নজরে আসে এক শিক্ষার্থীর। তিনি অবাক হয়ে যান এবং পরীক্ষা হলে দায়িত্বরত শিক্ষককে জানান। ঘটনা দ্রুত ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। টাঙ্গাইলের বাসাইল এমদাদ হামিদা ডিগ্রি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

ঘটনা শুনে তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না ওই কেন্দ্রে উপস্থিত হন। পরে তিনি  উর্ধ্বতন কতৃপক্ষের সাথে কথা বলে ৭ মিনিট সময় বাড়িয়ে দেন।

ওইদিন এ কেন্দ্রে বাসাইল জোবেদা রুবেয়া মহিলা কলেজ, করটিয়া আবেদা খানম গার্লস হাইস্কুল এন্ড কলেজ ও শহীদ রওশন আলী কলেজের ৮৪জন শিক্ষার্থী দুইটি কক্ষে হিসাব বিজ্ঞান ২য় পত্রের পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে প্রায় ২০জন শিক্ষার্থীর হাতে ২০১৬ সালের বহুনির্বাচনী ‘গ’ সেট তুলে দেওয়া হয়।

এ কেন্দ্রের ২০ নম্বর কক্ষের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পরীক্ষার্থী বলেন, আমাদের কক্ষে ২০১৬ সালের বহুনির্বাচনী ‘গ’ সেট প্রশ্নে প্রায় ২০ মিনিট পরীক্ষা নেয়া হয়। এরপর বিষয়টি নজরে আসলে দায়িত্বরত শিক্ষককে জানানো হয়। পরে ৭ মিনিট পরীক্ষার সময় বাড়িয়ে দেন।

বাসাইল এমদাদ হামিদা ডিগ্রি কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও প্রিন্সিপাল ড. হাবিবুর রহমান বলেন, ভুলক্রমে ২০১৬ সালের বহুনির্বাচনী ‘গ’ সেট প্রশ্ন দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই সেটি পরিবর্তন করা হয়।

এ ব্যাপারে বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না বলেন, বিষয়টি জানার পর তাৎক্ষণিক কেন্দ্রে গিয়ে প্রশ্ন পরিবর্তন করা হয়। উর্ধ্বতন কতৃপক্ষের সাথে কথা বলে ৭মিনিট সময় বাড়িয়ে দেওয়া হয়।



রাইজিংবিডি/টাঙ্গাইল/২৬ এপ্রিল ২০১৮/শাহরিয়ার সিফাত/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়