ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘প্রতিশ্রুতি রক্ষা করতে অলাভজনক সিরিজও আয়োজন করেছি’

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫০, ১০ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘প্রতিশ্রুতি রক্ষা করতে অলাভজনক সিরিজও আয়োজন করেছি’

ক্রীড়া প্রতিবেদক: ‘আর্থিক’ কারণ দেখিয়ে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ বাতিল করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী এ বছরের আগস্ট-সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু অস্ট্রেলিয়া সফর বাতিল করায় বাংলাদেশ পাচ্ছে না প্রাপ্য সিরিজ! প্রতিশ্রুতি রক্ষা করছে না অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার এমন সিদ্ধান্ত মোটেও খুশি নয় বিসিবি। উল্টো তাদের পেশাদারিত্ব নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে।

মিরপুরে আজ বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা বলেছেন নিজামউদ্দিন চৌধুরী, ‘এটা দুর্ভাগ্যজনক। তারা তাদের দিক থেকে দেখছে, বাণিজ্যিকভাবে কতটা উপযোগি হবে এটা তারা হিসেব করছে, এটা অবশ্যই দুঃখজনক।’

ক্রিকেট অস্ট্রেলিয়ার দাবি, ওই সময়টায় অস্ট্রেলিয়ায় ফুটবলের মৌসুম চলবে। অস্ট্রেলিয়ান টেলিভিশন সম্প্রচারকরা ফুটবল মৌসুমের মাঝে তাই ক্রিকেট সিরিজ সম্প্রচারে আগ্রহী নয়। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়েছে, এই সিরিজটি ‘অর্থনৈতিকভাবে ফলপ্রসূ’ হতো না।

আর্থিক দিক বিবেচনা করায় বিসিবি আরও ক্ষুদ্ধ! প্রধান নির্বাহীর কন্ঠে বাজল সেই সুর,‘বিভিন্ন সময় আমরা যেসব সিরিজ করি, সব সিরিজই যে লাভজনক হয় তেমন না। অনেক দেশকে হোস্ট করতে হয়। আন্তর্জাতিক প্রতিশ্রুতি রক্ষা করতে গিয়ে অনেক দেশকে হোস্ট করতে হয়েছে। অর্থনৈতিকভাবে খুব একটা লাভজনক থাকি না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি এটা এফোর্ট করতে পারে আমরা আশা করব যে বড় বড় ক্রিকেট বোর্ডও এটা করবে।’

গতকাল সিরিজ বাতিলের পর আজ ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ২০২০ সালে টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করতে চায় তারা। বিসিবিও তাতে সম্মতি দিয়েছে। কিন্তু বিসিবির প্রধান নির্বাহী বলছেন,‘আমরা এখনো কোন আনুষ্ঠানিক প্রস্তাব পাইনি ক্রিকেট অস্ট্রেলিয়ার।’

তবে ক্রিকেট অস্ট্রেলিয়া বিসিবিকে আশ্বস্থ করেছে, পরবর্তী এফটিপিতে বাড়তি কিছু ম্যাচ রেখে এই সিরিজের খেলা পুষিয়ে দেবে তারা। সিরিজ বাতিল করায় দুই বোর্ডের সম্পর্কে কোনো চিড় ধরবে না বলে জানালেন নিজামউদ্দিন চৌধুরী।

‘ক্রিকেট অস্ট্রেলিয়া নানা সময়ে আমাদের সহযোগিতা করেছে। আমরা টেস্ট মর্যাদা পাওয়ার পরে আমাদের সঙ্গে ওদের দ্বিপাক্ষিক প্রতিশ্রুতি ছিল, আম্পায়ার এডুকেশন, প্লেয়ার এডুকেশন। এইগুলাতে তারা আমাদের সহযোগিতা করেছে।’-বলেছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১০ মে ২০১৮/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়