ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘লা লিগা জেতা কঠিন, তবে চ্যাম্পিয়নস লিগই সেরা’

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫০, ১১ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘লা লিগা জেতা কঠিন, তবে চ্যাম্পিয়নস লিগই সেরা’

ক্রীড়া ডেস্ক : স্প্যানিশ লা লিগার শিরোপা হাতছাড়া হয়েছে রিয়াল মাদ্রিদের। এখন তাদের সামনে কেবল উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ের হাতছানি। ২৬ মে ফাইনালে লিভারপুলের মুখোমুখি হবে রোনালদো-বেল-বেনজেমারা। তার আগে লা লিগার চলতি মৌসুমে নিজেদের শেষ ম্যাচে সেল্টা ভিগোর মুখোমুখি হবে রিয়াল। এই ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে রিয়ালের কোচ জিনেদিন জিদান জানিয়েছেন লা লিগার শিরোপা জেতা সবচেয়ে কঠিন। তবে চ্যাম্পিয়নস লিগের শিরোপা সব সময়ই সেরা কিছু।

জিদান বলেন, ‘আমরা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছি। আমরা আমাদের শিরোপা অক্ষুন্ন রাখতে চাই। আসলে চ্যাম্পিয়নস লিগ এমনই একটা জিনিস যেটা সবাই জিততে চায়। তবে হ্যাঁ, এ কথা বলতে দ্বিধা নেই যে লা লিগা সবচেয়ে কঠিন লিগ। লা লিগার শিরোপা জেতা কঠিন। তবে দিনশেষে চ্যাম্পিয়নস লিগই সেরা।’

রিয়াল মাদ্রিদ যদি লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিততে পারে তাহলে দারুণ একটি রেকর্ড হবে। ১৯৭০ সালের পর প্রথম কোনো ক্লাব হিসেবে টানা তিনবার চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতার নজির স্থাপন করবে রিয়াল মাদ্রিদ। তবে কাজটা যে সহজ হবে না। লিভারপুল দারুণ ছন্দে রয়েছে। ছন্দে রয়েছে তাদের মিশরীয় তারকা মোহাম্মদ সালাহসহ অন্যান্যরা। তাছাড়া দারুণ পারফরম্যান্স করেই তারা ফাইনালে এসেছে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১১ মে ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়