ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

ব্লগার অনন্ত হত্যা মামলার চার্জ গঠন হয়নি

নোমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১০, ১৪ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ব্লগার অনন্ত হত্যা মামলার চার্জ গঠন হয়নি

নিজস্ব প্রতিবেদক, সিলেট : বিজ্ঞানবিষয়ক লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলার চার্জগঠনের তারিখ আজ সোমবার নির্ধারিত থাকলেও অন্যতম আসামি সফিউর ফারাবিকে হাজির না করায় চার্জ গঠন হয়নি।

একই সঙ্গে সিলেট মহানগর দায়রা জজ আদালত থেকে মামলা অতিরিক্ত দায়রা জজ আদালতে স্থানান্তর করে আগামী ৩০ মে মামলার চার্জ গঠনের পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন আদালত। সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. মফিজুর রহমান এই নির্দেশ দেন।

আদালতের পিপি মফুর আলী বিষয়টি নিশ্চিত করে জানান, মহানগর দায়রা জজ আদালতে চার্জগঠনের ধার্য দিন ছিল আজ। তবে কাশিমপুর কারাগার থেকে মামলার আসামি ফারাবিকে সিলেট আদালতে হাজির না করায় শুনানি হয়নি। এ কারণে আদালত পরবর্তী তারিখ নির্ধারণ করেন। মামলার আদালতও স্থানান্তর করা হয়েছে।

২০১৫ সালের ১২ মে সকালে সিলেট নগরের সুবিদবাজারে নিজ বাসার কাছে ব্লগার অনন্ত বিজয় দাশকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের সহোদর রত্মেশ্বর দাশ বাদী হয়ে মহানগর পুলিশের বিমানবন্দর থানায় অজ্ঞাতনামা চারজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

আসামিরা সকলে বিভিন্ন জঙ্গি সংগঠনের সদস্য। অভিযোগপত্রভুক্ত তিন আসামি  কারাগারে রয়েছে। বাকি তিনজন পলাতক রয়েছে। 



রাইজিংবিডি/সিলেট/১৪ মে ২০১৮/নোমান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়