ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দির অংশে ৩০ কিমি যানজট

জাহাঙ্গীর আলম ইমরুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৮, ১৫ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দির অংশে ৩০ কিমি যানজট

কুমিল্লা সংবাদদাতা : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দির অংশে মঙ্গলবার সকাল থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

গত রোববার রাত থেকে শুরু হওয়া এ যানজট আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত দাউদকান্দি সেতু এলাকা থেকে চান্দিনা মাধাইয়া পর্যন্ত অন্তত ৩০ কিলোমিটার দীর্ঘ যানবাহনের সারিতে পরিণত হয়েছে।

এদিকে মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা-গোমতী সেতু ও নারায়ণগঞ্জের মেঘনা সেতু এলাকায়ও তীব্র যানজট রয়েছে।

যানজটে আটকা পড়ে যাত্রীসাধারণ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। ১০ মিনিটের রাস্তা যেতে সময় লাগছে ৭/৮ ঘণ্টারও বেশি।

ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকা পড়ে যাত্রী ও চালকরা অসুস্থ হয়ে পড়েছেন। যাত্রীদের অনেককেই ১০/১৫ কিলোমিটার পথ হেঁটে যেতে দেখা গেছে।

কুমিল্লার দাউদকান্দি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মহিদুল ইসলাম জানান, মাত্রাতিরিক্ত যানবাহনের চাপে এ যানজট। যানজট নিরসনে জেলা ও হাইওয়ে পুলিশ সার্বক্ষণিক কাজ করছে।



রাইজিংবিডি/কুমিল্লা/১৫ মে ২০১৮/জাহাঙ্গীর আলম ইমরুল/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়