ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কেসিসি নির্বাচনে ৬২ শতাংশ ভোট পড়েছে

মুহাম্মদ নূরুজ্জামান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০১, ১৬ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কেসিসি নির্বাচনে ৬২ শতাংশ ভোট পড়েছে

নিজস্ব প্রতিবেদক, খুলনা : খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে প্রায় ৬২ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। 

মঙ্গলবার দিনভর ভোটগ্রহণ শেষে ভোররাতে ফল প্রকাশের সময় ভোটের হারের তথ্যও জানান এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী। সার্বিক ফলাফল বুধবার ইসি সচিবালয়ে পাঠিয়েছেন তিনি।

বেসরকারি ফলাফলে বলা হয়েছে, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক ১ লাখ ৭৪ হাজার ৮৫১ ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নজরুল ইসলাম মঞ্জুর প্রাপ্ত ভোট ১ লাখ ৯ হাজার ২৫১।

মেয়র প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মুজ্জাম্মিল হক পেয়েছেন ১৪ হাজার ৩৬৩ ভোট, জাতীয় পার্টির এস এম শফিকুর রহমান মুশফিক পেয়েছেন ১ হাজার ৭২ ভোট এবং সিপিবি’র মিজানুর রহমান বাবুর প্রাপ্ত ভোট ৫৩৪টি। এ তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

নির্বাচনে মোট ৩ লাখ ৬ হাজার ৬৩৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে ৬ হাজার ৫৬৫টি ভোট বাতিল ঘোষণা করা হয়। কেসিসিতে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯৩ হাজার ৯৩ জন।

কেসিসি নির্বাচন পর্যবেক্ষক সংস্থা সুশাসনের জন্য নাগরিকের (সুজন) খুলনা জেলা সম্পাদক অ্যাডভোকেট কুদরত-ই খুদা বলেন, মেয়র পদের প্রার্থী খালেক ও মঞ্জু উভয়ই যোগ্য প্রার্থী। ভোটের আগে তাদের তুমুল বাক-বিতণ্ডায় ভোটারদের মাঝে এক ধরনের শঙ্কা কাজ করেছে। জাল ভোটের কারণে তিনটি ভোট কেন্দ্র স্থগিত হওয়া ও নানা কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনাগুলো ছড়িয়ে পড়ায় দুপুর ১২টার পড়ে মহিলারা তেমন ভোট দিতে আসেননি।  যার কারণে ভোট পড়েছে ৬২ দশমিক ১৯ শতাংশ।

বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়েছে- এমন দাবি করেছেন কেসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ইউনুচ আলী। তিনি ৬২ দশমিক ১৯ শতাংশ ভোট পড়ায় সন্তোষ প্রকাশ করেন।



রাইজিংবিডি/খুলনা/১৬ মে ২০১৮/মুহাম্মদ নূরুজ্জামান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়