ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘পতেঙ্গা কনটেইনার টার্মিনাল ২০২০ সালে অপারেশনে যাবে’

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২০, ১৭ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘পতেঙ্গা কনটেইনার টার্মিনাল ২০২০ সালে অপারেশনে যাবে’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, চট্টগ্রামে নির্মাণাধীন বে টার্মিনাল ও পতেঙ্গা কনটেইনার টার্মিনাল (পিসিটি) ২০২০ সালে অপারেশনে যাবে। বিশ্বের ১০০টি বন্দরের মধ্যে চট্টগ্রাম সমুদ্র বন্দর এখন ৭১ নম্বরে উন্নীত হয়েছে। আগামীতে ১০ নম্বরের মধ্যে আনতে চান।

আজ বৃহস্পতিবার চট্টগ্রাম সমুদ্র বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) ৫ নম্বর জেটিতে বন্দরে রেলমাউন্টেন্ড গ্যান্ট্রি ক্রেনসহ ১০টি অত্যাধুনিক যন্ত্রাংশের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেছেন।

মন্ত্রী বলেন, ‘‘যেসব জাহাজ জেটিতে অবস্থান করে তাদের ইঞ্জিন চালিয়ে রাখতে হয়। আমরা সেই সব জাহাজে বিদ্যুৎ সরবরাহের উদ্যোগ নিচ্ছি।’’

চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান কমডোর জুলফিকার আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম। উপস্থিত ছিলেন বন্দরের সদস্য মো. জাফর আলম, কমডোর খন্দকার আকতার হোসেন, কমডোর শাহিন রহমান, কামনলি আমিন, নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তারিকুল ইসলাম প্রমুখ।

মন্ত্রী একই অনুষ্ঠানে বন্দরের রিভারমুরিং জেটি-৩ এবং নিরাপত্তা ভবন উদ্বোধন করেন।




রাইজিংবিডি/চট্টগ্রাম/১৭ এপ্রিল ২০১৮/রেজাউল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়