ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

রমজানে ভেজাল রোধে মাঠে থাকবে ৪০ ম্যাজিস্ট্রেট

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৪, ১৭ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রমজানে ভেজাল রোধে মাঠে থাকবে ৪০ ম্যাজিস্ট্রেট

সচিবালয় প্রতিবেদক : পবিত্র রমজান মাসে খাদ্যে ভেজাল রোধে কঠোর অবস্থানে যাচ্ছে প্রশাসন। পুরো মাসে সাধারণ মানুষ যাতে ন্যায্যমূল্যে নির্ভেজাল পণ্য ও ইফতারসামগ্রী কিনতে পারেন সেজন্য মাঠে থাকবে ভ্রাম্যমাণ আদালতসহ বেশ কয়েকটি সংস্থা।

৪০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে প্রতিদিন রাজধানীসহ সারা দেশে অভিযান পরিচালিত হবে। বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয় ‍সূত্রে এ তথ্য জানা গেছে।

রমজানে প্রতিদিনই এসব অভিযান চলবে। মূলত অভিযানগুলো হবে ইফতার ও খাবারকেন্দ্রিক। কোথাও পুলিশি পোশাকে, কোথাও সাদা পোশাকে মাসজুড়ে চলবে এ নজরদারি ও অভিযান। কেউ যাতে ইফতার সামগ্রীতে কেমিক্যাল বা রঙ ব্যবহার করতে না পারেন সেদিকে লক্ষ্য রাখা হবে। পাশাপাশি যৌক্তিক মূল্য না নিয়ে অতিরিক্ত মূল্য আদায় করলে আইন অনুযায়ী জেল-জরিমানা করা হবে।

এদিকে, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়ে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, মোবাইল কোর্ট পরিচালনায় আদালতের নিষেধাজ্ঞা আছে। কিছুদিনের জন্য এই নিষেধাজ্ঞা এখন স্থগিত আছে। ভোক্তাদের ভেজালমুক্ত খাদ্য এবং পণ্যসামগ্রী সরবরাহ নিশ্চিত করতে রমজানে ঢাকাসহ সারা দেশে নিয়মিত ভেজালবিরোধী অভিযান পরিচালনা করবে বিএসটিআই।

জানা গেছে, এবার একসঙ্গে কাজ করবে বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও বাংলাদেশ পুলিশ।

এছাড়া, আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) সঙ্গে নিয়ে এবারও অভিযান চালাবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ইফতার তৈরির পরিবেশ, খাবারের পরিমাণ ও দাম, ওজনে কারচুপিসহ নানা বিষয়ে নজরদারি করবেন তারা।

এপিবিএন সূত্র জানায়, রমজানজুড়ে রাজধানীর চকবাজার, বেইলি রোড, ধানমন্ডিসহ ইফতার সামগ্রী বিক্রি করে এমন সব অভিজাত এলাকায় অভিযান চালাবে সংস্থাটি। প্রতিদিন দুটি করে অভিযান চলবে। সংস্থাটির পক্ষ থেকে এরই মধ্যে ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলা হয়েছে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করা যাবে না, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না। এজন্য রমজানে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর ইফতার সামগ্রী তৈরির বিষয়ে বিক্রেতাদের সতর্ক করা হবে। এছাড়া ভেজালপণ্য বিক্রি, মিথ্যা বিজ্ঞাপন, ওজনে কারচুপি, অতিরিক্ত মূল্য আদায়সহ ভোক্তার অধিকার ক্ষুণ্ন হলেই আইন অনুযায়ী শাস্তি দেওয়া হবে।

চলমান কার্যক্রমের অংশ হিসেবে ইতিমধ্যে অভিযান শুরু করেছে দেশের একমাত্র মান নিয়ন্ত্রক সংস্থা বিএসটিআই এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই)।

রমজানে বিশেষ করে রোজাদাররা সচরাচর মুড়ি, খেজুর, কলা, সফট ড্রিংক পাউডার, ফ্রুট জুস, ফ্রুট ড্রিংকস, ভোজ্য তেল, ঘি, নুডলস, লাচ্ছা সেমাই, সেমাই, পানি, ডেক্সট্রোজ মনোহাইড্রেট ইত্যাদি খাবার ও পানীয় গ্রহণ করেন। পুরো মাসে বাজারে এগুলোর মান যাচাই করবে বিএসটিআই।

প্রতি বছরের মতো এবারও রমজানে ভেজাল খাবারের বিরুদ্ধে অভিযান চালাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত সোমবার রমজানে আইনশৃঙ্খলা পরিস্থিতি, ট্রাফিক ব্যবস্থাপনা ও ইফতারে খাদ্য ভেজাল নিয়ে জরুরি বৈঠক করে ডিএমপি। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগ থেকে জানা গেছে, সভার সিদ্ধান্ত অনুযায়ী পবিত্র মাহে রমজান ভেজালমুক্ত খাবার নিশ্চিত করতে এবং খাবারে যে কোনো ভেজাল প্রতিরোধে কাজ করবে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত।




রাইজিংবিডি/ঢাকা/১৭ মে ২০১৮/হাসান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়