ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

পতাকায় মোড়ানো হয়নি মুক্তিযোদ্ধার মৃতদেহ

শাহীন রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৮, ২০ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পতাকায় মোড়ানো হয়নি মুক্তিযোদ্ধার মৃতদেহ

পাবনা প্রতিনিধি : পাবনার বেড়া উপজেলায় মুক্তিযোদ্ধা তাহেজ উদ্দিন সরকার (৮২) কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন না করার অভিযোগ উঠেছে।

মুক্তিযোদ্ধার কফিনে জাতীয় পতাকার পরিবর্তে বাঁশের চাঁটাই দিয়ে মৃতদেহ পেচিয়ে গার্ড অব অনার দেওয়া হয়। এ নিয়ে মুক্তিযোদ্ধার পরিবার ও স্থানীয় সুধী সমাজে  ক্ষোভের সৃষ্টি হয়েছে।

পাবনার বেড়া উপজেলার সম্ভপুর গ্রামের মুক্তিযোদ্ধা তাহেজ উদ্দিন সরকার (৮২) গত শুক্রবার রাতে ইন্তেকাল করেন। গত শনিবার বেড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হয়। বেড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে মরহুমের কফিনে জাতীয় পতাকা দেওয়া হয়নি।

এ বিষয়ে বেড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক সভাপতি ইসহাক আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া হয়েছে। ওই দিন প্রচণ্ড গরম ছিল, তাই সবার সিদ্ধান্তে মরহুম মুক্তিযোদ্ধার শরীরে জাতীয় পতাকা মোড়ানো হয়নি।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব হোসেন বলেন, ‘‘আসলে বিষয়টি নিতান্তই অনিচ্ছাকৃত ভুল। জাতীয় পতাকা মোড়ানোর বিষয়টি উপস্থিত সকলের দৃষ্টি এগিয়ে গেছে। গার্ড অব অনার দেওয়ার পর বিষয়টি সবার নজরে আসে। স্বীকার করছি, এটা আমার ভুল হয়েছে।’’




রাইজিংবিডি/পাবনা/২০ মে ২০১৮/শাহীন রহমান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়