ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

সুস্থমতো ২০১৯ বিশ্বকাপ খেলার প্রত্যাশা মাশরাফির

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৮, ২৮ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সুস্থমতো ২০১৯ বিশ্বকাপ খেলার প্রত্যাশা মাশরাফির

ক্রীড়া প্রতিবেদক: টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন গতবছর। টেস্ট খেলার ইচ্ছা থাকলেও সেটা পূরণ হবে কিনা জানেন না মাশরাফি বিন মুর্তজা নিজেও। দাপটের সাথে খেলে যাচ্ছেন ওয়ানডে।

দলকে নিয়ে বেশ বড় স্বপ্ন ওয়ানডে অধিনায়কের। ২০১৯ বিশ্বকাপে বাংলাদেশকে দিতে চান বড় সাফল্য। এজন্য সুস্থমতো ২০১৯ বিশ্বকাপ খেলার প্রত্যাশা নড়াইল এক্সপ্রেসের। ক্যারিয়ারের অর্ধেকটা সময় মাঠে কাটিয়েছেন মাশরাফি, বাকিটা সময় ছিলেন ইনজুরিতে। শেষ কয়েক বছর নিজেকে ভালোভাবে দেখভাল করায় শতভাগ ফিট আছেন বাংলাদেশের সেরা এ পেসার। এ ধারা ধরে রাখতে চান ইংল্যান্ড বিশ্বকাপ পর্যন্ত।

আজ এক অনুষ্ঠানে যোগ দিয়ে মাশরাফি বলেছেন,‘১৮ বছর ধরে খেলছি। ইচ্ছে আছে ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত যাওয়ার। সবাই দোয়া করবেন। চেষ্টা করি সব সময়ই ফিট থাকার। অনেক চোটে পড়েছি। পাঁচ-ছয় বছর সামলে চলছি। দেখা যাক সামনে কী হয়। সব ঠিকঠাক থাকলে ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত খেলার ইচ্ছে আছে। সুস্থমতো বিশ্বকাপ খেলতে পারি সেটাই প্রত্যাশা করছি।’

দেশের শীর্ষ গণমাধ্যম সোমবার ২০১৭ সালে ক্রীড়াঙ্গনে অবদান রাখা ক্রীড়াবিদদের পুরস্কৃত করে। এতে ২০১৭ সালের বর্ষসেরা ক্রীড়াবিদ হয়েছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। যৌথভাবে রানার্সআপ জাতীয় দলের আরেক ক্রিকেটার সাবেক টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম ও অ্যাথলেট আজহারুল ইসলাম। পাঠক জরিপে বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার পেয়েছেন জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা । বর্ষসেরা নারী ক্রীড়াবিদের পুরস্কার উঠে জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনের হাতে। বর্ষসেরা উদীয়মান ক্রীড়াবিদ হয়েছেন শুটার অর্ণব শারার। এছাড়া আজীবন সম্মাননা পেয়েছেন হকি–ব্যক্তিত্ব প্রতাপ শংকর হাজরা।


 

রাইজিংবিডি/ঢাকা/২৮ মে ২০১৮/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়