ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

শেকৃবিতে মাদকবিরোধী র‌্যালি

আকাশ বাসফোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৫, ৬ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শেকৃবিতে মাদকবিরোধী র‌্যালি

শেকৃবি প্রতিনিধি : শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে মাদকবিরোধী র‌্যালি করা হয়েছে।

বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে র‌্যালি বের হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

র‌্যালিতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সিকেন্দর আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল হক বেগ, অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, অধ্যাপক ড. সাজেদা সুলতানা, সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

র‌্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশ হয়। সমাবেশে উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ বলেন, ক্যাম্পাসে মাদক নির্মূলে বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় বদ্ধপরিকর। বিশ্ববিদ্যালয়ে মাদকের সাথে সংশ্লিষ্ট কারো তথ্য পেলে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাব।

তিনি আরো বলেন, সমাজকে ধ্বংস করার জন্য মাদকই যথেষ্ট। তাই সবাইকে মাদকের বিরুদ্ধে সচতেন হতে হবে।



রাইজিংবিডি/ঢাকা/৬ জুন ২০১৮/আকাশ বাসফোর/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়