ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

চট্টগ্রামে জলাবদ্ধতায় নরক যন্ত্রণায় লাখো মানুষ

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৪৯, ১১ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চট্টগ্রামে জলাবদ্ধতায় নরক যন্ত্রণায় লাখো মানুষ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীর অধিকাংশ এলাকা রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত টানা বর্ষণে থৈ থৈ পানিতে ভাসছে। নগরীর প্রায় ৪০ ভাগ এলাকার কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানিতে তলিয়ে গেছে।

সোমবার রাতের প্রবল বর্ষণের কারণে নগরীর ফ্লাইওভারে আটকে ছিল শত শত যানবাহন। নগরীর বিভিন্ন সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। রোববার রাত ১০টা থেকে নগরীর অধিকাংশ এলাকা রয়েছে বিদ্যুৎবিহীন। তীব্র জলাবদ্ধতায় আটকা পড়ে নরক যন্ত্রণায় ভুগছেন নগরীর লাখো মানুষ। নগরীর শপিং মলসহ ছোট-বড় সব মার্কেটে ঈদপূর্ব বিকিকিনিও প্রায় থমকে গেছে।

সরেজমিন নগরীর বিভিন্ন এলাকা ঘুরে এবং ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা গেছে, প্রবল বর্ষণের ফলে নগরীর বহদ্দারহাট, চাঁন্দগাঁও আবাসিক এলাকা, মোহরা, কাপ্তাই রাস্তার মাথা, চকবাজার, কাপাসগোলা, মুরাদপুর, দুই নম্বর গেইট, বাকলিয়া, আগ্রাবাদ, হালিশহরসহ নগরীর প্রায় ৩০টি পয়েন্টের কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানিতে ডুবে রয়েছে। জলাবদ্ধতার কারণে বিভিন্ন সড়কে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। তীব্র যানজট রয়েছে নগরীর প্রতিটি সড়কে।

নগরীর কাপাসগোলা এলাকার অধিবাসী সাইফ নবী জানান, পুরো কাপাসগোলা চকবাজার বহদ্দারহাট এলাকার কোথাও হাঁটু পানি, কোথাও আবার কোমর পানিতে ডুবে রয়েছে। এসব এলাকার অধিকাংশ বাসাবাড়ির নিচতলা ও দোকানপাটের ভিতরে পানি প্রবেশ করেছে। এসব এলাকার মানুষ মহাদুর্ভোগের মধ্যে রয়েছে। একই রকম পরিস্থিতি আগ্রাবাদ, হালিশহর, মুরাদপুরসহ বিভিন্ন এলাকায়।

এদিকে প্রবল বর্ষণের ফলে নগরীতে ভয়াবহ পাহাড় ধস হওয়ার আশঙ্কা প্রকাশ করে বিশেষ সতর্কতা জারি করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। জেলা প্রশাসনের পক্ষ থেকে নগরীর ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে বসবাসকারী সকলকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া দপ্তর থেকে আজ সোমবার দিনভর মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।



রাইজিংবিডি/চট্টগ্রাম/১১ জুন ২০১৮/রেজাউল/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়