ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সমুদ্র উত্তাল : চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস বন্ধ

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৬, ১১ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সমুদ্র উত্তাল : চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস বন্ধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : প্রবল বর্ষণ, ৩ নম্বর সতর্ক সংকেত এবং বৈরি আবহাওয়ায় সমুদ্র উত্তাল থাকায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বড় বিদেশি জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ হয়ে গেছে।

সোমবার সকাল থেকে বহির্নোঙরে অবস্থানকারী কোনো জাহাজ থেকে পণ্য খালাস করা সম্ভব হচ্ছে না বলে চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা গেছে।

বন্দর সূত্র জানায়, বৈরি আবহাওয়ার কারণে সমুদ্র উত্তাল রয়েছে। চলছে প্রবল বর্ষণ। এ ছাড়া প্রবল ঢেউ ও স্রোতের কারণে সমুদ্রে অবস্থানকারী বড় জাহাজ থেকে লাইটার জাহাজ দিয়ে পণ্য খালাস করা সম্ভব হচ্ছে না।

চট্টগ্রাম ওয়াটার ট্রান্সপোর্ট সেলের যুগ্ম সম্পাদক আতাউল কবির জানান, বহির্নোঙরে বড় জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ রেখে লাইটার জাহাজসমূহকে কর্ণফুলী নদীতে নোঙর করে রাখা হয়েছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে আবার জাহাজ থেকে পণ্য খালাস শুরু হবে।

এদিকে বহির্নোঙরে পণ্য খালাস বন্ধ থাকলেও চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে জাহাজে পণ্য উঠা-নামা স্বাভাবিক রয়েছে বলে বন্দর সূত্রে জানা গেছে।

 

 

রাইজিংবিডি/চট্টগ্রাম/১১ জুন ২০১৮/রেজাউল/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়