ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

রাজশাহীতে রেলের টিকিট কালোবাজারি : আরও আটক ৬

তানজিমুল হক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৯, ১২ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজশাহীতে রেলের টিকিট কালোবাজারি : আরও আটক ৬

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহী রেলস্টেশন থেকে টিকিট কালোবাজারি চক্রের আরও ছয় সদস্যকে আটক করা হয়েছে।

ঈদের ফিরতি টিকিট বিক্রির তৃতীয় দিন মঙ্গলবার তাদের আটক করে র‌্যাব ও পুলিশ। এর আগের দুদিন আরও আট সদস্যকে আটক করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মামনুন আহমেদ অনীক বলেন, আটক ছয়জনের মধ্যে একজনের বয়স ১৮ বছরের নিচে। তাই রেলওয়ে আইন অনুযায়ী তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। অন্য পাঁচজনের মধ্যে একজনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। আর বাকি চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, আটক ছয়জনের বাড়ি রাজশাহীর বিভিন্ন এলাকায়। কালোবাজারি ঠেকাতে ফিরতি ট্রেনের আগাম টিকিট বিক্রি চলাকালীন সময় পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

 

 

রাইজিংবিডি/রাজশাহী/১২ জুন ২০১৮/তানজিমুল হক/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়