ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ঈদের নামাজ পড়তে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২

সৌরভ পাটোয়ারী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৮, ১৬ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঈদের নামাজ পড়তে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ফেনী সংবাদদাতা : পবিত্র ঈদুল ফিতরের নামাজে গিয়ে বাসচাপায় লাশ হলেন দুই মুসল্লি। শনিবার সকালে দাগনভূঞা জিরো পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল ৮টার দিকে নোয়াখালী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা সম্রাট ক্লাসিক পরিবহনের দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস বাজারের জিরো পয়েন্টে পৌঁছায়। এ সময় কয়েকজন মুসল্লি ঈদের নামাজ পড়ার জন্য বাজারের জিরো পয়েন্টে অবস্থান করলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বেশ কয়েকজন মুসল্লিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে অজ্ঞাত যুবক (৩২) নিহত হন। আর গুরুতর আহত হন রামনগর ইউনিয়নের মামুনুল হকের ছেলে মো. জাহিদ ও কুমিল্লা দেবিদ্বার থানার নবিয়াবাদ গ্রামের আবদুল আউয়ালের ছেলে (হেলপার) মো. মহসিন (৪২)। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাহিদকে মৃত ঘোষণা করেন। নিহতদের লাশ বর্তমানে ফেনী সদর হাসপাতালের মর্গে রয়েছে।

দাগনভূইয়া থানার ওসি (তদন্ত) সমি উদ্দিন বাসচাপায় দুই মুসল্লি নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।



রাইজিংবিডি/ফেনী/১৬ জুন ২০১৮/সৌরভ পাটোয়ারি/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়