ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

উদ্ধারকৃত চিতাবাঘ বঙ্গবন্ধু সাফারি পার্কে অবমুক্ত

হাসমত আলী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০১, ১৬ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
উদ্ধারকৃত চিতাবাঘ বঙ্গবন্ধু সাফারি পার্কে অবমুক্ত

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : নারায়ণগঞ্জ থেকে উদ্ধার হওয়া দুটি চিতা বাঘকে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে অবমুক্ত করা হয়েছে। শনিবার দুপুরে আলাদা বেষ্টনীর মধ্যে অবমুক্ত রাখা হয়।

সাফারি পার্কের কর্মকর্তা মোতালেব মিয়া জানান, শুক্রবার রাতে বাঘ দুটি সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে বন বিভাগ। এরপর দুপুরে পার্কের আলাদা বেষ্টনীতে বাঘ দুটি রাখা হয়েছে। উদ্ধার হওয়া চিতাবাঘ রোগে আক্রান্ত কি না তা পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এখানে ২১ দিন রেখে পরীক্ষা-নিরীক্ষা ও বিভিন্ন পরিচর্যা শেষে মূল বেষ্টনীতে রাখা হবে।

তিনি জানান, বর্তমানে এখানে অন্য চিতাবাঘ নেই।

র‌্যাব-১১ এর সদস্যরা নারায়ণগঞ্জের ফতুল্লার রঘুনাথপুরে একটি বাড়িতে অভিযান চালিয়ে খাঁচায় বন্দি দুই-আড়াই বছর বয়সী দুটি চিতাবাঘ উদ্ধার করে। এ সময় পাচারকারী মিঠু ও আরিফুলকে গ্রেপ্তার করে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে এবং বাঘ দুটিকে বনবিভাগে হস্তান্তর করা হয়।

 

 

 

রাইজিংবিডি/গাজীপুর/১৬ জুন ২০১৮/হাসমত আলী/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়