ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

কুষ্টিয়ায় সীমান্তে বন্দুক উদ্ধার

কাঞ্চন কুমার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৬, ২২ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুষ্টিয়ায় সীমান্তে বন্দুক উদ্ধার

কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ভারত সীমান্ত এলাকা থেকে বন্দুক উদ্ধার করেছে সীমান্তরক্ষা বাহিনী বিজিবির সদস্যরা। 

আজ শুক্রবার দুপুরে জামালপুর ক্যাম্পের অন্তর্গত সীমান্তের ১৫৩ মেইন পিলারের কাছ থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

বিজিবির জামালপুর ক্যাম্পের নায়েক জাহাঙ্গীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সীমান্তের ১৫৩ মেইন পিলারের কাছে মাথাভাঙ্গা নদীর পাড় এলাকার চিহ্নিত পলাতক আসামি সুজনকে (২৫) ধাওয়া করে বিজিবির সদস্যরা। এ সময় একটি একনলা মাসকাট বন্দুক ফেলে রেখে নদীর ওপারে ভারতে পালিয়ে যায় সুজন।

উদ্ধারকৃত বন্দুকটি বিজিবি দৌলতপুর থানায় জমা দিয়েছে।

 

 

 

রাইজিংবিডি/কুষ্টিয়া/২২ জুন ২০১৮/কাঞ্চন কুমার/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়