ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মেয়র পদে লিটনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

তানজিমুল হক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৯, ২৪ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মেয়র পদে লিটনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : আসন্ন রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে অংশ নিতে রোববার আওয়ামী লীগের মেয়রপ্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

রোববার বিকেলে মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা নওশের আলী এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এখন পর্যন্ত একজন মেয়র প্রার্থীসহ ২০৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী সিটি নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার আতিয়ার রহমান।

তিনি জানান, রোববার এএইচএম খায়রুজ্জামান লিটনসহ ১৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে একজন মেয়র, ১৬ জন সাধারণ কাউন্সিলর ও দুজন নারী কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ পর্যন্ত সাধারণ কাউন্সিলর পদে ১৫৬ জন ও নারী কাউন্সিলর পদে ৪৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদের মধ্যে এখন পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করেছেন চারজন।

মহানগর আওয়ামী লীগের সহসভাপতি নওশের আলী বলেন, এএইচএম খায়রুজ্জামান লিটন ঢাকায় থাকার কারণে মনোনয়নপত্র সংগ্রহ করার সময় নির্বাচন কার্যালয়ে যেতে পারেননি। এ কারণে আমি তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। তবে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় লিটনসহ দলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত থাকবেন।



রাইজিংবিডি/রাজশাহী/২৪ জুন ২০১৮/তানজিমুল হক/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়