ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সোমালিয়ায় প্রেসিডেন্ট প্রাসাদের কাছে আত্মঘাতী হামলা

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৯, ৭ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সোমালিয়ায় প্রেসিডেন্ট প্রাসাদের কাছে আত্মঘাতী হামলা

আন্তর্জাতিক ডেস্ক : সোমালিয়ায় রাজধানী মোগাদিসুতে প্রেসিডেন্ট প্রাসাদের কাছে আত্মঘাতী গাড়িবোমা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছে। শনিবার দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে।

আমিন অ্যাম্বুলেন্স সেবার পরিচালক আবদিকাদির আবদিরহমান বলেছেন, ‘এ পর্যন্ত পাঁচজন নিহত হয়েছে এবং ২১ জন আহত হয়েছে।

সন্ত্রাসী গোষ্ঠি আল-শাবাব এই হামলার দায় স্বীকার করেছে।

আল-শাবাবের সামরিক মুখপাত্র আবিদিয়াসিস আবু মুসাব দাবি করেছেন, তারা উভয় স্থানে বোমা হামলা চালিয়েছেন এবং তাদের যোদ্ধারা নিরাপত্তা বাহিনীর ভবনটিতে অবস্থান করছে। তারা স্বরাষ্ট্র ও নিরপত্তা মন্ত্রণালয়ের ২০ জনের বেশি কর্মী ও নিরাপত্তা সদস্যকে হত্যা করেছেন।

এর আগে পুলিশ কর্মকর্তা মেজর মোহাম্মদ হুসেইন বলেছিলেন, ‘একটি গাড়িবোমা বিস্ফোরিত হয়েছে…হতাহতের সংখ্যা এতো তাড়াতাড়ি জানা সম্ভব হয়নি।’

হুসেইন জানান, বিস্ফোরণের পরপর নিরাপত্তা বাহিনী গুলি ছুঁড়েছিল।

এদিকে দ্বিতীয় আরেকটি বোমা নিরাপত্তা বাহিনীর ভবনের বিপরীত দিকে বিস্ফোরিত হয়েছে। এতে কেউ হতাহত হয়েছে কি না তা তাৎক্ষনিকভাবে জানা যায়নি বলে পুলিশ সূত্র জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে জানিয়েছেন, বিস্ফোরণস্থলে অনেকগুলো গাড়ি আগুনে জ্বলছিল।

সন্ত্রাসী গোষ্ঠি আল-শাবাব প্রায়ই সোমালিয়ায় এ ধরণের আত্মঘাতী বোমা হামলা চালিয়ে থাকে। 

 


রাইজিংবিডি/ঢাকা/৭ জুলাই ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়