ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

জাপানে ৫.৯ মাত্রার ভূমিকম্প

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৮, ৭ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাপানে ৫.৯ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক : জাপানে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শনিবার রাত ৮ টা ২৩ মিনিটে রাজধানী টোকিওর অদূরে এটি আঘাত হেনেছে। তবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, জাপানের হনশুর পূর্ব উপকূলে এর উৎস ছিল। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৩৯ কিলোমিটার।

জাপানের আবহাওয়া অফিস জানিয়েছে, এ ঘটনায় তারা কোনো সুনামি সতকর্তা জারি করেনি।

তাৎক্ষনিকভাবে ক্ষয়ক্ষতি সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে তুলনামুলকভাবে রাজধানীতে অনুভূত কম্পনটি বেশি শক্তিশালী ছিল।

টোকিওর অদূরে চিবা এলাকার একটি অংশের বাসিন্দারা জানিয়েছেন, শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে। কম্পনের কারণে শেলফে থাকা জিনিসগুলো পড়ে গেছে। তবে তাৎক্ষনিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, ওই এলাকার পারমাণবিক কেন্দ্রগুলোতে কোনো অস্বাভাবিক কিছু ধরা পড়েনি।

রাজধানীর বাইরে অবস্থিত নারিতা বিমানবন্দরের এক মুখপাত্র জানিয়েছেন, ভূমিকম্পের কারণে কিছু সময়ের জন্য বিমানবন্দরের কার্যক্রম বাধ্য হয়ে বন্ধ রাখতে হয়েছে।

তিনি বলেন, ‘আমরা সাময়িক সময়ের জন্য রানওয়ে বন্ধ করে দিয়েছিলাম। কোনো ক্ষয়ক্ষতি হয়নি নিশ্চিত হওয়ার পর আবারও তা খুলে দেওয়া হয়েছে। ভূমিকম্পটি তুলনামুলকভাবে শক্তিশালী ছিল। তবে বিমানবন্দরে কোনো আতঙ্কিত পরিস্থিতি হয়নি।’



রাইজিংবিডি/ঢাকা/৭ জুলাই ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়