ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

শীর্ষ দশের শেষ প্রতিনিধিরও বিদায়

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৬, ৯ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শীর্ষ দশের শেষ প্রতিনিধিরও বিদায়

ক্যারোলিনা প্লিস্কোভা

ক্রীড়া ডেস্ক : শীর্ষ দশ বাছাইয়ের একমাত্র সদস্য হিসেবে উইম্বলডনে মেয়েদের এককে টিকে ছিলেন ক্যারোলিনা প্লিস্কোভা। ‘ছিলেন’ বলতে হচ্ছে, কারণ আজ চতুর্থ রাউন্ডে কিকি বার্টেন্সের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন সপ্তম বাছাই চেক রিপাবলিকের এই খেলোয়াড়।

অল ইংল্যান্ড ক্লাবে আজ ২৬ বছর বয়সি প্লিস্কোভাকে ৬-৩, ৭-৬ (৭-১) গেমে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন নেদারল্যান্ডসের বার্টেন্স। ২০তম বাছাই বার্টেন্স তৃতীয় রাউন্ডে হারিয়েছিলেন ভেনাস উইলিয়ামসকে।

প্লিস্কোভার বিদায়ের মধ্যে দিয়ে শীর্ষ দশ বাছাইয়ের কেউই আর উইম্বলডনে মেয়েদের এককে থাকলেন না। এর আগে দ্বিতীয় বাছাই ক্যারোলিন ওজনিয়াকি দ্বিতীয় রাউন্ড, তৃতীয় বাছাই গার্বিনে মুগুরুজা দ্বিতীয় রাউন্ড, চতুর্থ বাছাই স্লোন স্টেফেন্স প্রথম রাউন্ড, পঞ্চম বাছাই এলিনা সিভিটোলিনা প্রথম রাউন্ড, ষষ্ঠ বাছাই ক্যারোলিন গার্সিয়া প্রথম রাউন্ড, অষ্টম বাছাই পেট্রা কেভিতোভা প্রথম রাউন্ড, নবম বাছাই ভেনাস উইলিয়ামস তৃতীয় রাউন্ড, দশম বাছাই ম্যাডিসন কিস তৃতীয় রাউন্ড থেকে বিদায় নেন।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৯ জুলাই ২০১৮/পরাগ  

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়