ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

অনুশীলনে কঠোর নতুন ট্রেইনার স্টারলিন

আব্দুল্লাহ এম রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:০৫, ১১ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অনুশীলনে কঠোর নতুন ট্রেইনার স্টারলিন

আব্দুল্লাহ এম রুবেল : বৃষ্টির কারণে খুলনায় প্রথম দিন সোমবার অনুশীলনে সেভাবে মাঠে নামতে পারেনি হাই পারফরমেন্স (এইচপি) টিম। সব মিলিয়ে ৩০ মিনিটের মতো অনুশীলন হয়েছিলো আবু নাসের স্টেডিয়ামে। তবে মঙ্গলবার দ্বিতীয় দিন যেন সেটা পুষিয়ে দিলেন দুই কোচ ইমরান সরোয়ার, দিপু রায় চৌধুরী আর নতুন নিয়োগ পাওয়া ট্রেইনার রিচার্ড স্টারনিয়ার। বিশেষ করে নতুন ট্রেইনার স্টারনিয়ার ছিলেন দারুণ উদ্যোমি। নির্ধারিত সময়ের পরেও প্রায় এক ঘন্টা কাজ করেছেন ক্রিকেটারদের সাথে। দুপুর একটার রোদে প্রায় ৪৫ মিনিট একটানা ওয়ার্ম করেছেন। এর আগে ফিটনেস নিয়ে আলাদাভাবে কাজ করেছেন পেসার আল আমিন।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় আবু নাসের স্টেডিয়ামে আসে ১২ সদস্যের এইচপি টিম। সকাল থেকেই ব্যাটিং অনুশীলন করে পুরো টিম। নেট বোলারদের পাশাপাশি মেহেদী, রবি ও সাইফুদ্দিনকে বোলিংয়ে দেখা গেছে। পরে পুরো দলকে ফিল্ডিং অনুশীলন করান দুই কোচ। এ সময় পেস বোলার আল আমিনকে নিয়ে জিমে চলে যান ট্রেইনার স্টারনিয়ার। আল আমিনের সাথে প্রায় ৩০ মিনিট কাজ করেন তিনি।
 


বেলা একটার দিকে অনুশীলনের নির্ধারিত সময় শেষ করে এইচপি টিম। ক্রিকেটাররা হোটেলে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তখনই ট্রেইনার রিচার্ড স্টারনিয়ার ফের ক্রিকেটারদের মাঠে ডাকেন। এরপর প্রায় ৪৫ মিনিট একটানা সব ক্রিকেটারকে ওয়ার্ম আপ করান। ফিটনেসের নতুন নানা কৌশলও প্রয়োগ করতে দেখা গেছে তাকে।
উল্লেখ্য, এইচপি টিমের অষ্টম ও নবম সপ্তাহের ক্যাম্প গত সোমবার থেকে খুলনায় শুরু হয়েছে। এ ক্যাম্পে অংশ নিতে গত রোববার রাতে ১২ সদস্যের এইচপি দল খুলনায় এসেছে। দুই সপ্তাহের ক্যাম্পে আগামী ১৬, ১৮ ও ২০ জুলাই প্রস্তুতি ম্যাচে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।




রাইজিংবিডি/খুলনা/১১ জুলাই ২০১৮/রুবেল/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়