ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কুষ্টিয়া সরকারি মহিলা কলেজে স্মার্টফোন নিষিদ্ধ

কাঞ্চন কুমার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৫, ১৮ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুষ্টিয়া সরকারি মহিলা কলেজে স্মার্টফোন নিষিদ্ধ

ফাইল ফটো

কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়া সরকারি মহিলা কলেজে কলেজ চলাকালীন মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ।

বুধবার সকালে এ নিষেধাজ্ঞা জাবি করে কলেজ কর্তৃপক্ষ। এই নিয়ে শিক্ষার্থীদের  প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

নাম প্রকাশের অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী জানায়, তারা তো ক্লাসে মোবাইল ফোন ব্যবহার করে না। ক্যাম্পাসে ব্যবহার করলে কোনো সমস্যা নেই। ছাত্রীদের অনেকে আছে, যারা শহরের বাইরে থেকে কলেজে আসে।

এ বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শফিকুর রহমান জানান, ক্লাস চলাকালীন মেয়েরা মোবাইল ফোন ব্যবহার করে। শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে কলেজ ক্যাম্পাসে কলেজ চলাকালীন মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করেছেন।



রাইজিংবিডি/কুষ্টিয়া/১৮ জুলাই ২০১৮/কাঞ্চন কুমার/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়