ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সাবেক সেটেলম্যান্ট কর্মকর্তাসহ ৪ জন কারাগারে

মাওলা সুজন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৪, ১৮ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাবেক সেটেলম্যান্ট কর্মকর্তাসহ ৪ জন কারাগারে

নোয়াখালী প্রতিনিাধি : নোয়াখালীতে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা দুই মামলায় জামিন নামঞ্জুর করে সাবেক সহকারী সেটেলম্যান্ট কর্মকর্তাসহ চারজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার জেলা জজ আদালতের বিচারক সালাহ্ উদ্দিন আহমদ এই আদেশ দেন। তারা হলেন নোয়াখালী সদরের সাবেক সহকারী সেটেলম্যান্ট কর্মকর্তা কবির আহমেদ, তার সহকারী এস এম খোরশেদ আলম, আশিস কুমার চাকমা ও মো. সামছুদ্দিন।

আদালত সূত্র জানায়, ২০১৭ সালে রায় জালিয়াতির অভিযোগে সদর সহকারী  সেটেলম্যান্ট কর্মকর্তা কবির আহমদসহ দুইজনের বিরুদ্ধে ও সরকারি জমি ব্যক্তির নামে খতিয়ান করে দেওয়ার অভিযোগে কবিরসহ ১৬ জনকে আসামি করে পৃথক মামলা করে দুদক।

ওই মামলায় কবিরসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। কিন্তু তাদের গ্রেপ্তার করা যায়নি। বুধবার কবির আহমেদসহ চারজন জামিন নিতে আসলে আদালত আসামি ও বাদী পক্ষের শুনানি শেষে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দুদকের পিপি আবুল কাশেম সহকারী সেটেলম্যান্ট কর্মকর্তাসহ চারজনকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।



রাইজিংবিডি/নোয়াখালী/১৮ জুলাই ২০১৮/মাওলা সুজন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়