ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

চাল আত্মসাৎ

খুলনায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত

মুহাম্মদ নূরুজ্জামান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৩, ১৯ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খুলনায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, খুলনা : অসহায় ও দুস্থ ব্যক্তিদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ’র চাল আত্মসাতের মামলায় খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান ওরফে জিয়া গাজীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ইপ-১ অধিশাখার এক প্রজ্ঞাপনে এই বরখাস্ত আদেশ দেওয়া হয়।

স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মো. ইফতেখার আহমেদ চৌধুরী এ আদেশে স্বাক্ষর করেন। আদেশের অনুলিপি খুলনার জেলা প্রশাসক, দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চেয়ারম্যান জিয়া গাজীকে দেওয়া হয়েছে।

২০১৬ সালের ঈদুল আজহা উপলক্ষে অসহায় ও দুস্থ ব্যক্তিদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ’র ১৫০ বস্তা চাল আত্মসাতের ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। 



রাইজিংবিডি/খুলনা/১৯ জুলাই ২০১৮/মুহাম্মদ নূরুজ্জামান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়