ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

খুলনায় হত্যা মামলায় একই পরিবারের ৪ জনের যাবজ্জীবন

মুহাম্মদ নূরুজ্জামান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৪, ৩১ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খুলনায় হত্যা মামলায় একই পরিবারের ৪ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, খুলনা : খুলনায় দিনমজুর ফজলু (২৭) হত্যা মামলায় নারীসহ একই পরিবারের চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে আসামিদের প্রত্যেককে ১০হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এম এ রব হাওলাদার এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো- রূপসা উপজেলার নৈহাটী গ্রামের মৃত মোকাম শেখের ছেলে ইসহাক শেখ (৬০), ইসহাক শেখের স্ত্রী চেলী বেগম ওরফে সেলিনা বেগম (৫০), তার ছেলে আনিস শেখ (৩০) ও ইউনুস শেখ (৩৫)।

আসামিদের মধ্যে তিনজন আদালতে উপস্থিত ছিল। অপর আসামি ইউনুস শেখ পলাতক রয়েছে।

আদালত সূত্র জানায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ২০০৩ সালের ২৩ মার্চ সন্ধ্যায় রূপসা উপজেলার নৈহাটী পুর্বপাড়ার রাস্তায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দিনমজুর ফজলুকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের মা কুলসুম বেগম বাদি হয়ে রূপসা থানায় চারজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।



রাইজিংবিডি/ খুলনা/৩১ জুলাই ২০১৮/ মুহাম্মদ নূরুজ্জামান/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়