ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সাতক্ষীরা জেলা শিবিরের সভাপতি গ্রেপ্তার

এম.শাহীন গোলদার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫০, ১৩ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাতক্ষীরা জেলা শিবিরের সভাপতি গ্রেপ্তার

সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরা শহরে গোপন বৈঠক করার সময় জেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম ও জেলা ইসলামী ছাত্রী সংস্থার সভানেত্রী সাদিয়া সুলতানাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এ সময় সেখান থেকে বিপুল পরিমাণ জিহাদি বই, লিফলেট, কাফনের কাপড় ও হ্যান্ডবিল উদ্ধার করা হয়।

সোমবার সকালে শহরের মুন্সিপাড়াস্থ জেলা জামায়াতের অফিস সংলগ্ন সানজির আহমেদ নুরের বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা তৃতীয় ব্যক্তি হলেন সাদিয়া সুলতানার ভাই একরামুল ইসলাম।

সাতক্ষীরা ডিবি পুলিশের পরিদর্শক (তদন্ত) শাহরিয়ার হাসান জানান, জেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম ও জেলা ইসলামী ছাত্রী সংস্থার সভানেত্রী সাদিয়া সুলতানা চার বছর ধরে স্বামী ও স্ত্রী পরিচয়ে মুন্সিপাড়ায় বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন। তারা সেখানে থেকে শহরের বিভিন্ন স্থানে জামায়াত-শিবির ও সরকার পতনের জন্য কার্যক্রম চালিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় সকালে সেখানে ছাত্র শিবিরের গোপন বৈঠক হচ্ছে-এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালায়। এ সময় সেখান থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

সেখান থেকে জিহাদি বই, লিফলেট, কাফনের কাপড় ও হ্যান্ডবিল উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।




রাইজিংবিডি/সাতক্ষীরা/১৩ আগস্ট ২০১৮/এম. শাহীন গোলদার/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়