ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

১১ রোহিঙ্গাবাহী নৌকা ফেরত পাঠাল বিজিবি

সুজাউদ্দিন রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৪৫, ১৪ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১১ রোহিঙ্গাবাহী নৌকা ফেরত পাঠাল বিজিবি

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে নাফ নদীর শাহ পরীর দ্বীপ পয়েন্ট দিয়ে জলসীমার শূণ্যরেখা অতিক্রমের সময় ১১ রোহিঙ্গাবাহী একটি নৌকা ফেরত পাঠিয়েছে বিজিবি।

এই ১১ রোহিঙ্গার মধ্যে পাঁচজন শিশু, তিনজন নারী ও তিনজন পুরুষ রয়েছে বলে জানিয়েছেন বিজিবি সংশ্লিষ্টরা।

সোমবার রাত সোয়া ১১টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নে নাফ নদীর শাহ পরীর দ্বীপ পয়েন্টে এ অভিযান চালানো হয় বলে জানান বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর মো. শরীফুল ইসলাম জোয়ার্দ্দার।

মেজর শরীফুল বলেন, ‘সোমবার রাতে টেকনাফে নাফ নদীর শাহ পরীর দ্বীপ পয়েন্টে বিজিবির একটি দল টহল দিচ্ছিল। এক পর্যায়ে মিয়ানমার দিক থেকে আসা একটি নৌকাকে জলসীমার শূণ্যরেখা অতিক্রম করতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য সংকেত দেয়। এরপরও রোহিঙ্গাবাহী নৌকাটি বাংলাদেশের জলসীমা অতিক্রম করতে চাইলে বিজিবির সদস্যরা ফিরিয়ে দেয়। নৌকাটি করে শিশু, নারী ও পুরুষসহ মিয়ানমারের ১১ জন রোহিঙ্গা নাগরিক অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছিল।’

সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশ রোধসহ যেকোনো অপরাধ দমনে বিজিবি কঠোর নজরদারি অব্যাহত রেখেছে বলে জানান মেজর শরীফুল।



রাইজিংবিডি/ঢাকা/১৪ আগস্ট ২০১৮/সুজাউদ্দিন রুবেল/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়