ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পুরস্কার পেলেন সিএমপির ৭৬ পুলিশ সদস্য

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২০, ১৪ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পুরস্কার পেলেন সিএমপির ৭৬ পুলিশ সদস্য

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : মামলার রহস্য উদঘাটন, আসামি গ্রেপ্তার, অপরাধ দমন, অপরাধ নিয়ন্ত্রণসহ বিভিন্ন কাজে সফলতার স্বীকৃতি হিসেবে পুরস্কৃত হয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশের ৭৬ জন পুলিশ সদস্য ও সিভিল স্টাফ। মঙ্গলবার নগরীর দামপাড়া পুলিশ লাইনে মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ সভায় মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান পুরস্কারপ্রাপ্ত পুলিশ সদস্যদের হাতে সনদ ও নগদ অর্থ তুলে দেন।

থানা, শ্রেষ্ঠ পরিদর্শক ও শ্রেষ্ঠ উপ-পরিদর্শক বিভাগ হিসেবে সম্মাননা সনদ পেয়েছেন, উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) মো. ফারুক উল হক, সহকারী পুলিশ কমিশনার (কর্ণফুলী জোন) মো. জাহেদুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) এস এম মোবাশ্বের হোসাইন, আকবর শাহ থানার ওসি মো. জসিম উদ্দীন, পিপিএম, কর্ণফুলী থানার ওসি সৈয়দুল মোস্তফা, আকবর শাহ থানার এসআই ধীমান মজুমদার।

এছাড়া আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখার জন্য অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. কামরুজ্জামান, পিপিএম এবং "ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৮" তে প্রথম স্থান অর্জন করায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-পিআর) অলক বিশ্বাস বিশেষ পুরষ্কার লাভ করেন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মাসুদ উল হাসান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) কুসুম দেওয়ান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আমেনা বেগম, বিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (সদর) শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) হারুন-উর-রশিদ হাযারী, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. আব্দুল ওয়ারীশ প্রমুখ।



রাইজিংবিডি/চট্টগ্রাম/১৪ আগস্ট ২০১৮/রেজাউল/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়