ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

তিন কক্ষের ছোট বাসায় থাকবেন ইমরান খান

সাইফুল আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩৭, ২০ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তিন কক্ষের ছোট বাসায় থাকবেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন, তিনি প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত বিলাসবহুল বাড়িতে থাকবেন না। বরং সামরিক সচিবের জন্য নির্ধারিত তিন কক্ষের ছোট বাসায় বসবাস করবেন।

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর রোববার জাতির উদ্দেশে প্রথম ভাষণ দেন ইমরান খান। সেখানে তিনি জানান, তিনি নিজেরসহ দেশের অবাঞ্চিত ব্যয় কমিয়ে আনার জন্য কৃচ্ছসাধন প্রদক্ষেপ গ্রহণ করবেন।

ইমরান খান জানান, তিনি প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও বানিগালায় তার নিজ বাসভবনে বসবাস করতে চেয়েছিলেন। তবে নিরাপত্তা বাহিনী তাকে জানিয়েছে, সেখানে বসবাসে তার জীবনের ঝুঁকি রয়েছে।

ইমরান জানান, প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত বাসভবনে ৫২৪ জন কর্মচারী ও ৮০টি গাড়ি রয়েছে। এত বিলাসিতা তার প্রয়োজন নেই।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী অর্থাৎ আমার জন্য ৩৩টি বুলেটপ্রুফ গাড়ি রয়েছে। আমাদের হেলিকপ্টার ও বিশেষ বিমান রয়েছে। আমাদের অনেক কর্মচারী রয়েছে এবং সব ধরনের বিলাসিতা রয়েছে। অন্যদিকে, জনগণের ওপর ব্যয়ের জন্য আমাদের হাতে অর্থ নেই। আমাদের এক শ্রেণির লোক আছে যারা সেভাবে জীবনযাপন করতে পছন্দ করেন যেভাবে ঔপনিবেশিক প্রভুরা জীবনযাপন করতেন।’

ইমরান খান বলেন, ‘দেখুন, আমরা কীভাবে জীবনযাপন করি! প্রধানমন্ত্রীর বিদেশ সফরে কত অর্থ ব্যয় করা হয়! এসব লোক কোথায় ৬৫০ মিলিয়ন রুপি ব্যয় করে? স্পিকার কোথায় তার জন্য নির্ধারিত ১৬০ মিলিয়ন রুপি ব্যয় করেন? তারা কি বিদেশে জমি কিনতে যান?’

তিনি বলেন, ‘পাকিস্তানের ইতিহাসে এমন অর্থনৈতিক সংকট কখনোই ছিল না, এখন যার সামনে আমরা দাঁড়িয়ে আছি। আমরা দেশকে ইসলামি কল্যাণ রাষ্ট্র হিসেবে সেসব নীতিতে চালাতে চাই, যেসব নীতিতে মহানবী হজরত মুহাম্মদ (সা.) সপ্তম দশকে মদিনায় রাষ্ট্র চালিয়েছিলেন।’

ভাষণকালে ইমরান খান দেশের সরকারি ব্যয় কমানোর পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দেন।

তথ্য : ডন, এনডিটিভি ও আল জাজিরা




রাইজিংবিডি/ঢাকা/২০ আগস্ট ২০১৮/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়