ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মেডিক্যাল বোর্ডে সঠিক চিকিৎসা নিয়ে সংশয়ে বিএনপি

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১২, ১৬ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মেডিক্যাল বোর্ডে সঠিক চিকিৎসা নিয়ে সংশয়ে বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন‌্য গঠিত মেডিক্যাল বোর্ড দ্বারা ‘সঠিক’ চিকিৎসা হবে না বলে মনে করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস‌্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

গঠিত মেডিক্যাল বোর্ড নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘সরকারদলীয় সমর্থিত চিকিৎসকদের দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপযুক্ত চিকিৎসা হবে। এটা আমরা বিশ্বাস করতে পারছি না।’

রোববার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিএনপির এই নীতি নির্ধারক।

খালেদা জিয়ার ব‌্যক্তিগত চিকিৎকদের মেডিক্যাল বোর্ডে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে খন্দকার মোশাররফ বলেন, ‘আমরা হতাশ হয়েছি। যখন মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে তখন দেখা গেল শুধু সরকারের দেওয়া ডাক্তারদের দিয়ে এই বোর্ড করা হয়েছে। আমরা মনে করি, সরকার সমর্থিত চিকিৎসকদের দিয়ে যে বোর্ড করা হয়েছে, সেই বোর্ডের পরামর্শে সঠিক চিকিৎসা হবে না।’

‘আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে বলেছিলাম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দলকে নিয়ে মেডিক্যাল বোর্ড গঠন করতে। তিনিও আমাদের যে আশ্বাস দিয়েছিলেন কিন্তু সেটি করা হয়নি। সরকারদলীয় চিকিৎসক দিয়ে বেগম জিয়ার সুচিকিৎসা হবে না’, বলেন তিনি।

এক প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, ‘খালেদা জিয়াকে ছাড়া দেশে কখনও সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে না। তাই সবার কাছে গ্রহণযোগ্য, অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন করতে হলে খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। আমরা পরিষ্কার করে বলতে চাই মুক্ত খালেদা জিয়াকে নিয়ে তার নেতৃত্বে বিএনপি নির্বাচনে যাবে।’

‘বিএনপিকে জাতিসংঘ থেকে আমন্ত্রণ জানানো হয়নি’-বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব‌্যের প্রসঙ্গ তুলে বিএনপির স্থায়ী কমিটির এই সদস‌্য বলেন, ‘আমাদের দলের মহাসচিব জাতিসংঘে আমেরিকার স্টেট ডিপার্টমেন্টে  গেছেন। নিশ্চয়ই এটা প্রধানমন্ত্রীকে কোনো না কোনোভাবে আঘাত করেছে, হতাশ করেছে। সেজন্যই এসব কথা বলেছেন তিনি।’

জাতীয় ঐক‌্য প্রক্রিয়া নিয়ে বিএনপির অবস্থান জানতে চাইলে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘তারা গতকাল যে দফা দিয়েছেন সেগুলো নিয়ে আমরা এখনও আলোচনা করিনি। আগে সেগুলো নিয়ে দলীয় ফোরামে বসবে, আলোচনা করবো তারপরে এটি নিয়ে মন্তব্য করবো।’

বিএনপিকে নির্বাচনের বাইরে রাখতে দলটির নেতা-কর্মীদের নামে ‘গায়েবি মামলা’ দিয়ে হয়রানি ও নির্যাতন করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/১৬ সেপ্টেম্বর ২০১৮/রেজা/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়