ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

২২ শর্তে সমাবেশের অনুমতি পেল বিএনপি

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪১, ২৯ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
২২ শর্তে সমাবেশের অনুমতি পেল বিএনপি

নিজস্ব প্রতিবেদক : ২২ শর্তে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি পেয়েছে বিএনপি।

আগামীকাল রোববার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে বিএনপির পক্ষ থেকে আবেদনের  পরিপ্রেক্ষিতে এ অনুমতি দেওয়া হয়।

ডিএমপির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। বিএনপিকে ওই দিন দুপুর ২টা থেকে ৫ টার মধ্যে তাদের সমাবেশ করতে হবে।

উল্লেখযোগ্য শর্তগুলো হলো, আইনশৃঙ্খলা পরিপন্থী, জনস্বার্থ, রাষ্ট ও জননিরাপত্তাবিরোধী কার্যকলাপ করা যাবে না। উসকানিমূলক কোনো বক্তব্য প্রদান বা প্রচারপত্র বিলি করা যাবে না। সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে কার্যক্রম সীমাবদ্ধ রাখতে হবে। অনুমোদিত স্থানের বাইরে ফুটপাতে কোথাও লোক সমেবেত হতে পারবে না। জনসভা শুরুর দুই ঘণ্টা আগে জনসাধারণ সভাস্থলে আসতে পারবে। বিকেল ৫টার মধ্যে সব কার্যক্রম শেষ করতে হবে। মিছিল সহকারে সভাস্থলে আসা যাবে না। ব্যানার ফেস্টুনের আড়ালে রড আনা যাবে না। অনুমোদিত স্থানের আশপাশে যান চলাচলে বিঘ্ন ঘটানো যাবে না। শর্ত যথাযথভাবে পালন না করলে আনুমতি বাতিল করা হবে।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৯ সেপ্টেম্বর ২০১৮/নূর/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়