ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

এক সেঞ্চুরিতেই ১০৭ ধাপ এগোলেন লিটন

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০৬, ৩০ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এক সেঞ্চুরিতেই ১০৭ ধাপ এগোলেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: এশিয়া কাপের ফাইনালে সেঞ্চুরি তুলে র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন লিটন কুমার দাস।

ফাইনালে ভারতের বিপক্ষে ক্যারিয়ারের সর্বোচ্চ ১২১ রানের ইনিংস উপহার দেন লিটন। তার দ্যুতি ছড়ানো ইনিংসে বাংলাদেশ জয় না পেলেও লড়াই করেছে। পুরো টুর্নামেন্টে আলো ছড়াতে না পারলেও শেষটা রাঙিয়েছেন বাংলাদেশের এ ওপেনার।

ভারতের শক্তিশালী বোলিং আক্রমণের বিপক্ষে ২২ গজে দাপট দেখিয়েছেন। বুক চিতিয়ে লড়েছেন। বোলারদের কড়া শাসন করেছেন। দুবাইয়ে ১১৭ বলে ১২ চার ও ২ ছক্কায় সাজান ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির ইনিংসটি। সব মিলিয়ে এশিয়া কাপে ছয় ইনিংসে তার রান ১৮১। শেষ ম্যাচে সেঞ্চুরি তুলে শেষ করায় র‌্যাঙ্কিংয়ে ১০৭ ধাপ এগিয়েছেন লিটন। ক্যারিয়ার সেরা ১১৬তম স্থানে এসেছেন ডানহাতি ব্যাটসম্যান।

উন্নতি হয়েছে মুশফিকুর রহিমেরও। ৫ ম্যাচে ৩০২ রান করা মুশফিকের ছয় ধাপ উন্নতি হয়েছে। র‌্যাঙ্কিংয়ে তার অবস্থান ১৬তম স্থানে। ব্যাটিংয়ে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে চোট পাওয়া তামিমের দুই ধাপ অবনমন হয়েছে। মুশফিকের থেকে দুই ধাপ এগিয়ে আছেন তামিম। এছাড়া বোলিংয়ে চার ধাপ এগিয়ে মুস্তাফিজুর রহমান ১২তম স্থানে পৌঁছেছেন।





রাইজিংবিডি/ঢাকা/৩০ সেপ্টেম্বর ২০১৮/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়