ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

পর্তুগালে দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে ৭০০ কর্মী

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৫, ৭ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পর্তুগালে দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে ৭০০ কর্মী

আন্তর্জাতিক ডেস্ক : পর্তুগালের রাজধানী লিসবনের কাছে সৃষ্ট দাবানল নিয়ন্ত্রণে সাত শতাধিক অগ্নিনির্বাপন কর্মী কাজ করছে। রোববার ক্যাসসিয়াস ও সিনত্রা অবকাশযাপন কেন্দ্রকে ঘিরে থাকা পার্বত্য অঞ্চলে এ দাবানল ছড়িয়ে পড়েছে।

এর আগে শনিবার রাতে দাবানল ছড়িয়ে পড়ার আশংকায় ওই এলাকা থেকে কয়েক শ লোককে সরিয়ে নেওয়া হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার রাতে দাবানল ছড়িযে পড়ার পর ১৮ জন আহত হয়েছে। এদের অধিকাংশই অবশ্যই অগ্নিনির্বাপন কর্মী। অক্টোবরে অস্বাভাবিক গরম ও বাতাসের তীব্রতার কারণে দাবানল দ্রুত ছড়িয়ে পড়েছে বলেও কর্মকর্তারা জানিয়েছেন।

বেসামরিক সুরক্ষা কর্তৃপক্ষের এক মুখপাত্র বলেছেন. ‘এখনো দুটি প্রজ্জলিত এলাকা রয়েছে যেগুলোর কারণে আমরা উদ্বিগ্ন।’ শনিবার রাতের পর পানি ছিটানোর উড়োজাহাজ আসায় এবং আবহাওয়া তুলনামূলকভাবে স্বস্তিকর হওয়ায় আগুন নিয়ন্ত্রণ কিছুটা সহজ হচ্ছে বলেও জানান তিনি।

এর আগে পূর্ব সতর্কতা হিসেবে কর্তৃপক্ষ অবকাশযাপন এলাকা থেকে শনিবার রাতে ৩০০ লোককে সরিয়ে এনেছিল। এছাড়া ওই এলাকার কাছাকাছি গ্রামগুলোতে থাকা ৫০ বাসিন্দাকেও সরিয়ে আনা হয়েছে।

প্রসঙ্গত, গত বছর পর্তুগালে ভয়াবহ দাবানল ‍সৃষ্টি হয়েছিল। ওই সময় দুটি বিশাল আগুনের কারণে ১১৪ জনের মৃত্যু হয়।



রাইজিংবিডি/ঢাকা/৭ অক্টোবর ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়