ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

গ্রেনেড হামলার রায় ঘোষণা, ফরিদপুরে মিষ্টি বিতরণ

মো. মনিরুল ইসলাম টিটো || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২২, ১০ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গ্রেনেড হামলার রায় ঘোষণা, ফরিদপুরে মিষ্টি বিতরণ

ফরিদপুর প্রতিনিধি : ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনের ফাঁসি ও তারেক রহমানের যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করায় ফরিদপুরে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের উদ্যোগে মিষ্টি বিতরণ করা হয়েছে।

রায় ঘোষণার সাথে সাথে উল্লসিত হয়ে নানা স্লোগান দেন উপস্থিত নেতা-কর্মীরা। এ সময় তারা ফরিদপুর প্রেসক্লাবের সামনে উপস্থিত নেতা-কর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করেন।
 


রায় ঘোষণার সংবাদে সংক্ষিপ্ত সমাবেশে কোতোয়ালি আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা, শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেভী, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মুনীর হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদ প্রমুখ বক্তব্য রাখেন।





রাইজিংবিডি/ঢাকা/১০ অক্টোবর ২০১৮/মো. মনিরুল ইসলাম টিটো/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়