ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মাইকেলের আঘাতে লণ্ডভণ্ড ফ্লোরিডা

এনএ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৩, ১১ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাইকেলের আঘাতে লণ্ডভণ্ড ফ্লোরিডা

আন্তর্জাতিক ডেস্ক : শক্তিশালী ঘূর্ণিঝড় মাইকেলের আঘাতে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য ফ্লোরিডা।

মাইকেলের আঘাতে শত শত গাছ উপড়ে পড়েছে। বিচ শহরগুলোতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রচুর বৃষ্টিপাত হচ্ছে সেখানে। গাছপালা ভেঙ্গে পড়েছে এবং জলমগ্ন হয়ে পড়েছে বাসা-বাড়ি। গাছ চাপা পড়ে এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের কর্মকর্তারা।

জরুরি সেবা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন মাইকেলের আঘাতের পর ফ্লোরিডা, অ্যালাবামা ও জর্জিয়াতে প্রায় পাঁচ লাখ লোক বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন।

স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় ঘূর্ণিঝড় মাইকেল ঘণ্টায় দুইশ কিলোমিটার (১২৫ মাইল) বেগে রাজ্যের উত্তর-পশ্চিমে প্যানহ্যান্ডেল অঞ্চলে আছড়ে পড়ে বলে জানিয়েছে বিবিসি, রয়টার্স, সিএনএন।
 


১৯৬৯ সালে মিসিসিপি ও ১৯৩৫ সালে ফ্লোরিডায় আছড়ে পড়া ঝড়ের পর মাইকেলকেই যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় বলা হচ্ছে।

ন্যাশনাল হারিকেন সেন্টারের (এনএইচসি) আবহাওয়াবিদ ডেনিস ফেল্টজেন জানিয়েছেন, পূর্ববর্তী রেকর্ড অনুযায়ী, এর আগে ফ্লোরিডার প্যানহ্যান্ডেলে চার মাত্রার কোনো ঝড় আঘাত হানেনি।

এর আগে ফ্লোরিডার গভর্নর রিক স্কট ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে বলে সতর্ক করে দিয়ে বলেছেন, প্রায় একশ’ বছরের মধ্যে এ ঝড়ই হবে সবচেয়ে ভয়াবহ। লোকজনকে ঘরের বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছেন স্কট।

যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে যাওয়ার পথে মাইকেলের দ্রুত শক্তি অর্জন আবহাওয়াবিদদের বিস্মিত করেছে। গত রোববার প্রথমে এটিকে ক্রান্তীয় নিম্নচাপ হিসেবে উল্লেখ করা হয়। এরপর মঙ্গলবার এটি দুই মাত্রার হারিকেনে পরিণত হয়। বুধবার ঘণ্টায় ১৫৫ মাইল গতির বাতাস নিয়ে আঘাত হানার সময় এর মাত্রা ছিল পাঁচের কাছাকাছি।
 


ফ্লোরিডার প্যানহ্যান্ডেলে আঘাত হানার পর এটি দুর্বল হয়ে অ্যালাবামা ও জর্জিয়ার দিকে এগিয়ে যাচ্ছে। এটি ক্রান্তীয় ঝড়ে পরিণত হতে পারে বলে ধারণা করছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি)।

বুধবার রাতের দিকে ঝড়টি দুর্বল হয়ে পড়ে। বাতাসের গতি নেমে যায় ঘণ্টায় ৯০ মাইলে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্ব এলাকা অতিক্রমের সময় আরো দুর্বল হয়ে স্থানীয় সময় বৃহস্পতিবার সকালের দিকে এটি ক্রান্তীয় ঝড়ে পরিণত হতে পারে। বৃহস্পতিবার রাতের দিকে ফের শক্তি অর্জন করে ক্রান্তীয় ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে শুক্রবার এটি পূর্ব উপকূল ছেড়ে যেতে পারে বলে জানিয়েছে এনএইচসি।

ফ্লোরিডা উপকূলে মাইকেল আঘাত হানার আশঙ্কায় আগে থেকেই যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের বিপুল সংখ্যাক বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়।
 


মধ্য আমেরিকায় তাণ্ডব চালানোর পর মাইকেল আরো শক্তিশালী হয়ে যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে যাচ্ছে বলে সতর্ক করার পর ফ্লোরিডা, অ্যালাবামা ও জর্জিয়া রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়। ফ্লোরিডার তিন লাখ ৭০ হাজারেরও বেশি লোককে ঘরবাড়ি ছেড়ে উঁচু স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

এর আগে মধ্য আমেরিকায় আঘাত হানা এ ঝড়ে হন্ডুরাস, নিকারাগুয়া, এল সালভাদর ও কোস্টারিকায় অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।




রাইজিংবিডি/ঢাকা/১১ অক্টোবর ২০১৮/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়